বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরের ভারতীয় পতাকা বাহি ফিশিং ট্রলার এবং ৩১ জন জেলে আটক দশমাইল-কলেজ মোর রুটে গাড়ির সর্বনিম্ন গতি চায় হাবিপ্রবির শিক্ষার্থীরা বরিশালে ভুয়া সাংবাদিক আটক বরিশালে কোটি টাকার কারেন্ট জাল জব্দ সদ্য সমাপ্ত দুর্গাপূজা সংক্রান্তে মতবিনিময় করলেন পুলিশ কমিশনারের ছাত্র আন্দোলনে ময়মনসিংহের শহীদ শাহরিয়ার পেল জিপিএ-৪.৮৩ শ্রীমঙ্গলে সংরক্ষিত বন থেকে অজ্ঞাতার নারী’ চা বাগান থেকে রক্তাক্ত পুরুষের লাশ উদ্ধার পৃথিবীকে বাঁচাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশে টোপ-চার নকল করতে ভয়ংকর যশোরের মিঠু বরিশালে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝালকাঠি পৌরসভায় জামানত হারালেন যারা

মো. ইসমাইল হাওলাদার, ঝালকাঠি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৫৫৯ বার
সদ্য সমাপ্ত ঝালকাঠি পৌরসভা নির্বাচনে দু’জন মেয়র প্রার্থীসহ বিভিন্ন ওয়ার্ডে ১৯ জন কাউন্সিলর প্রার্থী জামানত হারাচ্ছে। এরা কেউই মোট কাষ্টিং ভোটের শতকরা আট ভাগের একভাগ ভোটও পায়নি। এদের মধ্যে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রয়েছে ছয়জন এবং বাকি ১৩ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী।
এ নির্বাচনে নয়টি ওয়ার্ডে ২২ কেন্দ্রে ১৮ হাজার ৯৪০ জন ভোটার ভোট প্রয়োগ করেছেন। এতে মেয়র পদে নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন ৬০১ ভোট পেয়েছেন এবং মেয়র পদের আরেক প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের হাবিবুর রহমান ৪৩০ ভোট পেয়ে দুজনেই জামানত হারাচ্ছেন।
অন্যদিকে সাধারণ কাউন্সিলর পদে ৩নং ওয়ার্ডে মো. নান্না খলিফা পাঞ্জাবী প্রতীকে ৩৯ ভোট, মো. ফরিদ হোসেন ব্রীজ প্রতীকে ৪২ ভোট এবং জামাল হোসেন মিঠু টেবিল ল্যাম্প প্রতীকে ২৫১ ভোট পেয়ে জামানত হারাচ্ছে। এই ওয়ার্ডে ৩ হাজার ৫৮৫ জন ভোটার ভোট প্রদান করেছেন।
৬নং ওয়ার্ডে জামানত বাজেয়াপ্ত হচ্ছে সাধারণ কাউন্সিলর প্রার্থী মহিউদ্দিন হাওলাদার চুন্নুর। তিনি পাঞ্জাবী প্রতীকে পেয়েছেন ১৬৮ ভোট। এই ওয়ার্ডে ১ হাজার ৯৯৫ জন ভোটার ভোট প্রদান করেছেন।
পৌর এলাকার ৭নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী শহিদুল ইসলাম ডালিম প্রতীকে পেয়েছেন ১৯ ভোট। একই ওয়ার্ডে আব্দুল জলিল হাওলাদার পানির বোতল প্রতীকে ১৮১ ভোট এবং মো. আক্কাস পাঞ্জাবী প্রতীকে ১০২ ভোট পেয়ে হারাচ্ছে জামানতের অর্থ। এই ওয়ার্ডে ২ হাজার ৬৩১ জন ভোটার ভোট প্রদান করেছেন।
এ নির্বাচনে ৮নং ওয়ার্ডে মো. সেলিম মুন্সি ব্লাকবোর্ড প্রতীকে ২৫৪ ভোট, মোস্তাফিজুর রহমান রিংকু পানীর বোতল প্রতীকে ৬৫ ভোট,  হানিফ হাওলাদার ব্রীজ প্রতীকে ১২ ভোট এবং নুরে আলম আকন ডালিম প্রতীকে ১৯৪ ভোট পেয়ে জামানত হারাচ্ছে। এই ওয়ার্ডে ২ হাজার ২৪৪ জন ভোটার ভোট প্রদান করেছেন।
এ নির্বাচনে ৯নং ওয়ার্ডে ৫৭ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন ডালিম প্রতীকের হাসান মাহমুদ এবং ১৮ ভোট পেয়ে টেবিল ল্যাম্প প্রতীকের সাইফুদ্দিন জিয়া হারাচ্ছে তার জামানতের টাকা। এই ওয়ার্ডে ৩ হাজার ৮১ জন ভোটার ভোট প্রদান করেছেন।
অপরদিকে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে নাজমা বেগম আংটি প্রতীকে ২৮৮ ভোট, মনি বেগম অটোরিক্সা প্রতীকে ৩২১ ভোট, মিসেস হাসিনা বেগম চশমা প্রতীকে ৫৩৮ ভোট, শাবানা আক্তার আনারস প্রতীকে ১৯১ ভোট এবং শিরিন লস্কর টেলফোন প্রতীকে ৩৯৫ ভোট পেয়ে জামানত হারাচ্ছে।  এই তিনটি ওয়ার্ডে ৭ হাজার ৪৭৩ জন ভোটার ভোট প্রদান করেছেন।
এবং ৪,৬,৭ নং ওয়ার্ডে রিজিয়া বেগম টেলিফোন প্রতীকে ২৬৪ ভোট পেয়ে জামানত হারাচ্ছে।
এই ওয়ার্ডে ৫ হাজার ৩৬৫ জন ভোটার ভোট প্রদান করেছেন।
ঝালকাঠি পৌরসভা নির্বাচনের রিটানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন আনন্দবার্তা’কে বলেন, কোনো প্রার্থী তার নির্বাচনী এলাকার কাষ্টিং ভোটের শতকরা আট ভাগের এক ভাগ ভোট থেকে একটিও যদি কম পায় তাহলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com