শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ৫৩ বছর ধরে দুঃশাসন চলছে-জোনায়েদ সাকি বঙ্গোপসাগরের ভারতীয় পতাকা বাহি ফিশিং ট্রলার এবং ৩১ জন জেলে আটক দশমাইল-কলেজ মোর রুটে গাড়ির সর্বনিম্ন গতি চায় হাবিপ্রবির শিক্ষার্থীরা বরিশালে ভুয়া সাংবাদিক আটক বরিশালে কোটি টাকার কারেন্ট জাল জব্দ সদ্য সমাপ্ত দুর্গাপূজা সংক্রান্তে মতবিনিময় করলেন পুলিশ কমিশনারের ছাত্র আন্দোলনে ময়মনসিংহের শহীদ শাহরিয়ার পেল জিপিএ-৪.৮৩ শ্রীমঙ্গলে সংরক্ষিত বন থেকে অজ্ঞাতার নারী’ চা বাগান থেকে রক্তাক্ত পুরুষের লাশ উদ্ধার পৃথিবীকে বাঁচাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশে টোপ-চার নকল করতে ভয়ংকর যশোরের মিঠু

ভূমিহীন-গৃহহীন সেজে আ.লীগ নেতা খাস জমি নিয়ে ভরাট করলেন খাল

রবিউল ইসলাম রবি, বরিশাল
  • আপডেট টাইম : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৫ বার

বরিশাল সদর উপজেলার মহাবাজ এলাকায় আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন এর আধাপাকা বাড়ি। জমিসহ বাড়ির দাম প্রায় কোটি টাকা। চরবাড়িয়া ইউনিয়নের তালতলী বাজারে রয়েছে তার বালু, মাছ ও স্যানিটারি সামগ্রীর ব্যবসা। এরপরও ভূমিহীন-গৃহহীন সেজে গুরুত্বপূর্ণ পাকা সড়কের পাশে ৫০ শতক খাসজমি বন্দোবস্ত নিয়েছেন।

এখন সেই জমির পাশের খাল ভরাট করছেন তিনি। দেলোয়ার হোসেন চরবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক। অভিযোগ উঠেছে, ক্ষমতার জোরে খাসজমি বাগিয়ে নিয়েছেন তিনি। এখন খাল দখলের পাঁয়তারা করছেন।

স্থানীয়রা জানান, নগরী থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত তালতলী বাজার। উত্তর পাশ ঘেঁষে আড়িয়াল খাঁ এর শাখা নদী। নদীর ওপর নির্মিত তালতলী সেতু পার হয়ে উত্তরমুখী সড়ক দিয়ে শায়েস্তাবাদ ইউনিয়ন হয়ে মুলাদী উপজেলা ও কাজীরহাট থানা এলাকায় যাতায়াত করা যায়।

সেতুর পরই সড়কের দু’পাশে বড় অংশের জমি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। প্রভাবশালীরা বিভিন্ন মাধ্যমে খাসজমি বন্দোবস্ত নিয়েছেন।

সরেজমিন দেখা গেছে, শায়েস্তাবাদমুখী সড়কে সেতু সংলগ্ন দুই পাশে দুটি অভিজাত রেস্তোরাঁ। পশ্চিম পাশে ‘মাটির সাজ’ রেস্তোরাঁ লাগোয়া জমি ইজারা নিয়েছেন দেলোয়ার হোসেন। সড়ক ও জমির মাঝে ৭০ ফুট প্রশস্ত খাল। তালতলীর আড়িয়াল খাঁ শাখা নদী থেকে উৎস খালটি শায়েস্তাবাদের দিকে প্রবাহিত হয়ে মূল আড়িয়াল খাঁর সঙ্গে মিশেছে। সড়কের পাশে খালের ভেতরে ৫০ ফুট এবং লম্বায় ২০০ ফুট বালু ফেলে ভরাট করেছেন দেলোয়ার।

এতে সেখানে খাল সরু হয়ে গেছে। খালের ভরাট অংশে একটি দোকানঘর তুলেছেন এবং বাকি অংশে সবজি চাষ করেছেন দেলোয়ার।

চরবাড়িয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা দীপক কুমার চ্যাটার্জি বলেন, সড়ক সংলগ্ন খালের অপর প্রান্তের খাসজমি দেলোয়ারের নামে বন্দোবস্ত দেওয়া। তিনি জমি ভরাটের সঙ্গে খালের অর্ধেকের বেশি ভরাট করে ফেলেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবদুস সালাম বলেন, দেলোয়ার সচ্ছল ব্যবসায়ী হয়ে কীভাবে দরিদ্র ভূমিহীন হিসেবে খাসজমি বন্দোবস্ত পেয়েছেন? সেই জমি উন্নয়ন করতে খালই ভরাট করে ফেলছেন! ৭ নম্বর ওয়ার্ড ও শায়েস্তাবাদ ইউনিয়নের কয়েক হাজার কৃষক চাষাবাদে এই খালের পানি ব্যবহার করেন।

খালটি ভরাট হলে কৃষকরা বিপাকে পড়বেন। তিনি আরো বলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রীর সাবেক ব্যক্তিকর্ম কর্মকর্তা হাদিস মিরের সাথে বেশ সব কথা ছিল দেলোয়ারের। তারা দুজনে মিলে এক সময় খাস জমি বন্টন করতেন। হাদিস মিনিট এর মাধ্যমেই তিনি পানি সম্পদ প্রতিমন্ত্রীর কাছে যেতেন। এখন পুরো ইউনিয়নে পানি সম্পদ প্রতিমন্ত্রীর নামে তিনি দখল বাণিজ্য করছেন।

চরবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব হোসেন সুরুজ বলেন, ৭ নম্বর ওয়ার্ডের কৃষকরা তাঁর কাছে দেলোয়ারের বিরুদ্ধে খাল ভরাটের অভিযোগ করেছেন। এর সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারকে (ভূমি) জানানো হবে।

সচ্ছল হয়েও কীভাবে খাসজমি বরাদ্দ পেলেন–জানতে চাইলে দেলোয়ার হোসেন বলেন, ‘আমার চেয়েও সচ্ছল আরও অনেকে জমি পেয়েছে। তাই আমিও নিয়েছি।’ তাঁর দাবি, ৫০ শতক নয়, ১০ শতক জমি নিয়েছেন। তিনি অস্থায়ীভাবে খাল ভরাট করেছেন জানিয়ে দেলোয়ার বলেন, সবজি চাষের জন্য মাটি কেটে ওপরে বালু দিয়েছেন। তোলা দোকানঘরটি প্রয়োজনে সরিয়ে ফেলবেন।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল মতিন খান বলেন, শায়েস্তাবাদ সড়ক সংলগ্ন খাল দখল হলে উচ্ছেদ অভিযান চালানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com