দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬ টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। রোববার সকাল সোয়া ১০ টা থেকে বরিশালের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ তিনি বরিশালের ৬ টি সংসদীয় আসন থেকে বিভিন্ন দলের মোট ৫৫ জন প্রার্থী তাদের মনোনয়ন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করেন।
এর মধ্য যাচাই বাছাই প্রক্রিয়ায় ৬ জনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। এছাড়া ৭ প্রার্থীর বিষয়ে অভিযোগসহ নানা কারনে অপেক্ষমান রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম।
৬ টি আসনের মধ্যে প্রথমে বরিশাল ০১ আগৈলঝাড়া-গৌরনদী সংসদীয় আসনে মোট ৪ জন প্রার্থীর মধ্যে জাকের পার্টির মো. রিয়াজ মোর্শেদ জামান এর মনোনয়ন বাতিল ঘোষনা করে রিটার্নিং কর্মকর্তা।
বরিশাল সংসদীয় ০২ উজিরপুর- বানারীপাড়া আসনে বাংলাদেশ কংগ্রেসের মো. মিরাজ খান ও জাতীয় পার্টি জেপির ব্যারিষ্টার আলবার্ট বাড়ৈ এর মনোনয়ন বাতিল হয়েছে। তাদের বিরুদ্ধে ঋণ খেলাপি ও মনোনয়ন পত্রে নাম না থাকা ও কোর্ট ফি পরিষদ না করায় বাতিল হয়।
এছাড়া বরিশাল বাকেরগঞ্জ ০৬ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এরা হলেন, স্বতন্ত্র প্রার্থী মো. জাকির খান সাগর, মো. শাহরিয়ার মিঞা এবং নুর এ আলম সিকদার।
যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাদের মধ্যে
হলফনামা দাখিল না করা ও দলের দলীয় মনোনয়ন না থাকা,ঋণ খেলাপিসহ নানা অভিযোগ রয়েছে।
এছাড়া যে অপেক্ষমান সাত প্রার্থীর বিষয়ে পরবর্তীতে সিধান্তের কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম তারা হলেন, বরিশাল ০৪ মেহেন্দীগঞ্জ -হিজলা আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাম্মি আহমেদ, স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযোটের হৃদয় ইসলাম চুন্নু ও একই দলের মো. আসাদুজ্জামান।
এছাড়া বরিশার ০৬ বাকেরগঞ্জ আসন থেকে অপেক্ষমান রয়েছে বাংলাদেশ কংগ্রেসের মাঈনুল ইসলাম ও একই দলের হুমায়ুন কবির।
এদিকে, বরিশাল ০৩ মুলাদী বাবুগঞ্জে ৯ জন ও বরিশাল সদর ০৫ আসনের ০৮ প্রার্থীর সবার মনোনয়ন বৈধ ঘোষনা করেছর রিটার্নিং কর্মকর্তা।
বরিশালের রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, যাচাই বাছাইতে ৫৫ জনের মধ্যে ৬ জনের বাতিল ও ৭ জনের মনোনয়ন অপেক্ষমান রাখা হয়েছে। পরবর্তীতে সিধান্ত জানিয়ে দেয়া হবে।