প্রফেসরএ কে এম মনিরুজ্জামান খোকন (খোকন প্রফেসর) আজ ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুর সময় স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশালের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ মশিউর রহমান খান।
তিনি শোক প্রকাশ করে বলেন, প্রফেসর খোকন একজন সাদা মনের মানুষ ছিলেন। তিঁনি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। বরিশাল বিএম কলেজের মেধাবী সাবেক ছাত্রনেতা একসময় জাতীয় ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
বরিশাল মহানগর আওয়ামী লীগ এর ১৩ নং ওয়ার্ডের সহ সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। তাঁর মৃত্যুর খবরে এলাকায় মানুষ গভীরভাবে শোকাভিভূত হয়েছেন।
মরহুমের নামাজে জানাযা আজ বাদ যোহর খান বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হবে।