মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন

বরিশালে বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৩৩ বার

বরিশালে বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২৩ যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে।

শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয় ‘এই স্লোগান কে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মচীতে শেখ রাসেল দিবস পালন করেছে বিভাগীয় ও জেলা প্রশাসন বরিশাল।

এ উপলক্ষে আজ ১৮ অক্টোবর বুধবার সকাল ৯ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে সেখান শহীদ শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, পুলিশ কমিশনার মেট্রোপলিটন পুলিশ মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শহীদুল্লাহ্, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএমসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শহীদুল্লাহ্ পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ হাসান মোঃ শওকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ তালুকদার মোঃ ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মনদীপ ঘরাইইম সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা, শিক্ষক শিক্ষার্থী বৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা শিশু রাসেল বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভা শেষ জেলা পর্যায়ে আইসিটি বিভাগের এবং জেলা শিশু একাডেমির বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। পরিশেষে জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com