বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরের ভারতীয় পতাকা বাহি ফিশিং ট্রলার এবং ৩১ জন জেলে আটক দশমাইল-কলেজ মোর রুটে গাড়ির সর্বনিম্ন গতি চায় হাবিপ্রবির শিক্ষার্থীরা বরিশালে ভুয়া সাংবাদিক আটক বরিশালে কোটি টাকার কারেন্ট জাল জব্দ সদ্য সমাপ্ত দুর্গাপূজা সংক্রান্তে মতবিনিময় করলেন পুলিশ কমিশনারের ছাত্র আন্দোলনে ময়মনসিংহের শহীদ শাহরিয়ার পেল জিপিএ-৪.৮৩ শ্রীমঙ্গলে সংরক্ষিত বন থেকে অজ্ঞাতার নারী’ চা বাগান থেকে রক্তাক্ত পুরুষের লাশ উদ্ধার পৃথিবীকে বাঁচাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশে টোপ-চার নকল করতে ভয়ংকর যশোরের মিঠু বরিশালে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহামান্যের সফরে বর্ণিল পাবনা শহর

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১০০ বার
দেশের নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিজ জেলায় তিনদিনের সফর কে কেন্দ্র করে পাবনায় ঈদের ন্যায় আনন্দ আর উৎসবমুখর পরিবেশ দেখেছেন সবাই। শহরজুড়ে আলোকসজ্জা আর কোলাহল, এমনটি আগে হয়ে উঠেনি। প্রত্যাশা পূরণের এটাই সুবর্ণ সময় পাবনাবাসীর। দলমত নির্বিশেষে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান, পরিষ্কার পরিচ্ছন্ন পাবনা শহর, সকলের চোখেমুখে আনন্দের ছাপই জানান দেয় নতুন রাষ্ট্রপতি পেয়ে খুশি পাবনার মানুষেরা। মহামান্যের তিনদিনের সফর পাবনাবাসীর চোখে কেমন ছিল তা নিয়ে কয়েকজন শিক্ষার্থীর উপলব্ধি তুলে ধরেছেন মো. মুরাদ হোসেন
এ যেন আরেকটি ঈদ: 
সাধারন মানুষের মাঝে ছিলো এক উৎসবের আমেজ। নিজ জেলার কৃতি সন্তানকে বরণ করার অপেক্ষার প্রহর কাটছিল সাধারণ মানুষের । এ যেন মায়ের ছেলে তার কোলে ফিরেছিল আর সে লক্ষ্যে পাবনার জনসাধারণের মধ্যে এই উৎসবের আমেজ বিরাজমান ছিল। রাষ্ট্রপতির এই আগমন উপলক্ষে  জেলা পরিষদ, জেলা ও দায়রা জজ আদালত, তাড়াশ ভবন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী, পাবনা প্রেসক্লাব, সরকারি এডওয়ার্ড কলেজ সহ শহরের বিভিন্ন বড় বড় স্থাপনা ও প্রধান সড়ক জুড়ে ছিল আলোক সজ্জা। শহরের প্রত্যেকটা অলি গলি  সব পরিষ্কার পরিচ্ছন্ন ও আলোক সজ্জায় পরিপূর্ন ছিলো। প্রত্যেক মানুষের মুখে মুখে ছিল রাষ্ট্রপতির আগমনের কথা। সবাই যেনো এই আনন্দটাকে ভাগ করে নিয়েছে । যে যার মতো করে স্থিরচিত্র সংগ্রহ করেও রেখেছেন। শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে যত দূর চোখ যায় প্রত্যেকটি জিনিস ছিলো সাজানো গোছানো।
মো. সৌরভ হাসান
শহীদ বুলবুল সরকারি কলেজ, পাবনা
খুশির জোয়ার এবং আমাদের প্রত্যাশাসমূহ:
আমরা গর্বিত। একই সাথে বিশ্বাস করি ও আশাবাদী পাবনার মানুষের লালিত স্বপ্ন পূর্ণতা পাবে। রাষ্ট্রপতির আগমনে পাবনার মানুষের মনে ছিল ঈদের আমেজ। খুশির জোয়ারে ভেসেছে পুরো পাবনা জেলা। নতুন সাজে সেজেছে প্রিয় জন্মভূমি। সবার একটাই চাওয়া পাবনার উন্নয়ন। স্মার্ট বাংলাদেশের স্মার্ট জেলা হবে পাবনা এটাই প্রত্যাশা। কাজির হাট থেকে আরিচা ব্রীজ, ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালু, পাবনা মেডিকেল কলেজ কে মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর, বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থানের ব্যবস্থা, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন,
সর্বপরি পাবনার মানুষের জীবন মান উন্নয়নে রাষ্ট্রপতি মহোদয় অগ্রনী ভূমিকা রাখবে বলে আমরা পাবনার মানুষ বিশ্বাস করি।
মো. শাহিদ হাসান মামুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়
আমি গর্বিত, আমি পাবনাইয়া:
মহামান্য রাষ্ট্রপতির আগমনে পাবনা সেজেছে নতুন সাজে। এ যেনো এক নতুন পাবনা শহর। চারিদিকে ঝলমলে বাহারি রঙের আলোকসজ্জায় নতুন রুপ ধারণ করেছিল পাবনা শহর। রাস্তা মেরামত থেকে শুরু করে সব পরিস্কার পরিচ্ছন্ন করা, পুরো শহর সাজানো চোখকে যেন বিশ্বাসই করাতে পারছিলাম না। রাষ্ট্রপতির আগমনে যেন ঈদ এসেছিল জনে-জনে। পরিবার, চায়ের দোকান,হাট বাজার সর্বত্র একটাই কথা, রাষ্ট্রপতির পাবনা সফর। ব্যক্তিগতভাবে কিছু পাওয়ার নেই। তবে আমি গর্বিত, আমি পাবনাইয়া। আমাদের রাষ্ট্রপতির হাত ধরেই পাবনা যেনো উন্নতির জোয়ারে ভাসতে পারে প্রত্যাশা এতটুকুই।
সুমাইয়া ইফরাত প্রথমা
এডওয়ার্ড কলেজ, পাবনা
উৎসাহ-উদ্দীপনায় কেটেছে পুরো মাস:
মহামান্যের সফর ঘিরে সাজ সাজ রব ছিল পুরো পাবনায়। রাষ্ট্রপতির যাতায়াতের সড়ক ও পরিদর্শনের স্থানগুলো মেরামত, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্য্য বর্ধনে চলেছে মহাকর্মযজ্ঞ। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে সড়ক-মহাসড়কগুলো। নির্বাচনের সময়ে যেমনটি দেখা যায়। সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করেছে এই তিনদিনে। গত একমাস যাবৎ আনন্দ শোভাযাত্রা, মিষ্টি বিতরণ, নানান কর্মসূচি তে ব্যস্ত সময় কেটেছে পাবনাবাসীর। শহর ঘুরে দেখা যায়, সার্কিট হাউজে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য বর্ধন, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠ প্রাঙ্গণ, পাবনা প্রেসক্লাব, পাবনা ডায়াবেটিস সমিতি, সদর গোরস্তান, জেলা পরিষদ, সাহাবুদ্দিন চুপ্পু পার্ক এবং স্কয়ার বাগানবাড়ি ও পারিবারিক কবরস্থানসহ রাষ্ট্রপতির সফরসূচির স্থানগুলোতে ব্যাপক কর্মযজ্ঞ দেখা গেছে। এর সবই হয়েছে রাষ্ট্রপতির জন্য, আমাদের পাবনাবাসীর স্বপ্ন পূরণের জন্য।
রেজাউল করিম
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com