পাবনান আটঘরিয়ায় গাছথেকে দুই সন্তানের জননী গৃহবধু সিমা খাতুনের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মাজপাড়া ইউনিয়নের কালামনগর গ্রামের একটি বাগান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ এই বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সিমা খাতুন উপজেলার কাকমারি গ্রামের রাশেদুল ইসলামের স্ত্রী।
জানায়ায়, নিহত সিমা খাতুন স্থানীয় একটি এনজিও থেকে বাবাকে ঋণ নিয়ে দেন। সেই ঋণের টাকা পরিশোধ করতে বাবা-মাকে বার বার বল্লেও তাঁরা তা পরিশোধে ব্যর্থ হয়।
মঙ্গলবার বিকেলে তাঁর বাবার বাড়ি উপজেলার পারখিদিরপুর গ্রামে যায়। সেখান থেকে বাড়িতে ফিরে যায়নি। পরে গতকাল বুধবার কালামনগর গ্রামের পাশের একটি বাগানের মেহগনি গাছথেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে পিতা-মাতার উপর অভিমান করে আত্মহত্যা করেছেন।
তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ জাতীয় আরো খবর..