প্রতারনার মাধ্যমে অশ্লিল ছবি ও ভিডিও ধারন কওে ব্ল্যাকমেইলের মাধ্যমে চাঁদাবাজির ঘটনায় র্যাব-৮ বরিশাল ৩ জন চাঁদাবাজ কে আটক করেছে।
নগরীর রুপাতলীর বরিশাল র্যাব ৮ কার্যালয়ের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান এক সংবাদ সম্মেলনে বলেন, পটুয়াখালির বাউফলের বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম সড়ক জনপদ বিভাগের গাড়ি চালক হিসাবে কর্মরত থেকে অবসরে আসলে এই এলাকার প্রতারক সাকিব হোসেন, নাহিদ হোসেন ও মিলা আক্তার মিলে বিভিন্ন সময়ে ব্লাক মেইল করে তার কাছ থেকে অর্থ আদায় করতো।
এতেই শান্ত না হয়ে রফিককে জিম্মিকরে পোশাক খুলে ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ৮ লাখ টাকা অৎসাত করে।
এমন খবর র্যাব ৮ জানতে পেয়ে ছায়া তদন্ত শুরু করে অভিযুক্ত ৩ জন কে প্রমান সহ আটক করে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।