শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন

চরকাউয়া রুটে যাত্রী হয়রানি বন্ধ কর, বিআরটিএ নির্ধারিত ভাড়া কার্যকর কর

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৭ বার
ফাইল ফটো

আজ ৩১ আগস্ট বুধবার গণসংহতি আন্দোলন বরিশাল জেলার আহবায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু ও সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ এক যৌথ বিবৃতিতে চরকাউয়া বাস ও মিনিবাস মালিক সমিতি কর্তৃক যাত্রীদের নিকট থেকে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিআরটিএ এর নির্ধারিত ভাড়া কার্যকর করার দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, সরকারের অযৌক্তিকভাবে সকল প্রকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির খেসারত হিসেবে সকল গণপরিবহনের ভাড়া বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই রুটে বাস মালিক সমিতি বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া নিচ্ছে না।

সিন্ডিকেট করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। যার ফলে সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

এইরুটে চলাচলকারী সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছে। একদিকে সারা দেশে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যেমূল্য ঊর্ধ্বগতির দিকে তার উপর অযৌক্তিক ভাবে বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ার ফলে সাধারণ মানুষ এক নাবিশ্বাস পরিস্থিতির মধ্যে পড়েছে।

এছাড়া তারা আরো বলেন,
১।অবিলম্বে এই রুটে বিআরটিএ নির্ধারিত ভাড়া কার্যকর করতে হবে।
২।বাসে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করতে হবে।
৩। ফিটনেস বিহীন গাড়ি দ্রুত সময়ের মধ্যে অপসারণ করতে হবে।
৪। লাইসেন্সধারী চালকদের কর্তৃক গাড়ি পরিচালনা করতে হবে।
৫। মালিক সমিতি কর্তৃক যাত্রী হয়রানি বন্ধ করতে হবে।

গণসংহতি আন্দোলন বরিশাল জেলার নেতৃবৃন্দ বরিশাল সিটির মধ্যে সিটি বাস সার্ভিস চালুর দাবি জানান ।

বিষয়টি সংগঠনটির সদস্য হাসিব আহমেদ এর প্রেরিত মেইলের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com