শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :

বরিশালে ‘নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০২২’ পালিত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মে, ২০২২
  • ২৪৭ বার

‌‍’প্রশিক্ষিত জনবল ও নিরাপদ জলযান নৌ-নিরাপত্তায় রাখবে অবদান’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশের অনান্য স্থানের ন্যায় বরিশালেও “নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০২২” (১৯ মে – ২৬ মে) পালিত হয়েছে।

এ উপলক্ষে ২৫ মে (বুধবার) সকাল ১১ টায় বরিশাল বিআইডব্লিউটিএ’র টার্মিনাল ভবনের নিচ তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বরিশাল জেলা প্রশাসক’র পক্ষে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বাঅনৌচ (যাপ) সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, নৌ পরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার তাইফুর রহমান, বিআইডব্লিউটিএ ডিইপিটিসি অধ্যক্ষ ক্যাপ্টেন জি.এ.এম আলী রেজা, বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ হিরণ, বরিশাল অঞ্চলের অতিরিক্ত নৌ পুলিশ সুপার হুমায়ুন কবির ও বাপা’র সমন্বয়কারী মোঃ রফিকুল আলম।

বরিশাল বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম-সম্পাদক এবং নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ’র উপ-পরিচালক পদে অতিরিক্ত দায়িত্বরত মোহাম্মদ মুস্তাফিজুর রহমান’র সভাপতিত্বে অতিথিবৃন্দরাসহ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশনের বরিশাল কমিটির সভাপতি আবুল হাসেম মাষ্টার, সুরভী লঞ্চের মাষ্টার আমির হোসেন, এ্যাডভাঞ্চার লঞ্চের মাষ্টার কামাল হোসেনসহ রিয়াজুল কবির, দ্বীল মোহাম্মদ খান স্বপন, কাজী ওয়াহিদুজ্জামান, কামরুল ইসলাম পান্না প্রমুখ।

বক্তারা বলেন, অনেক সময় মাত্রারিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করে। কোন দূর্ঘটনা ঘটলে লঞ্চ চালক ও শ্রমিকদের দোষ হয়। তাছাড়া নৌ রুটে চুরি ডাকাতির ঘটনাও বেড়ে গেছে। দক্ষিণাঞ্চলের অনেক মানুষ সড়ক পথের চেয়ে নৌ পথে যাতায়াত করতে পছন্দ করে।

বক্তারা এ সময় প্রশিক্ষিত জনবল ও নিরাপদ জলযান নৌ-নিরাপত্তার নানা তথ্য তুলে ধরেন। বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ’র আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন আফরোজা আক্তার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com