শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন

মহান স্বাধীনতা দিবসে নানান শ্রেনীপেশা মানুষের শ্রদ্ধা

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৯৬ বার

আজ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে বাঙালিদের উপর নির্বর হামলার দিন আজ। দিবসটিকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন বিভিন্ন পেশার লোকজন।

দিবসটি উপলক্ষ্যে ২৬ মার্চ ভোরে সকাল ৫ টা ২৬ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এরপরই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আবারও দলীয় নেতাকর্মীদের সাথে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা।

এর পরপরই ধীরে ধীরে আসতে থাকে বিভিন্ন পেশাজীবী ও নানান সংগঠনের ব্যনারে লোক। ফুলেল শ্রদ্ধা জানাতে।

সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরাও অংশ নেয় শ্রদ্ধা নিবেদনে।

তবে এবারের করোনা মহামারী পরিস্থিতিতে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সাতটার সময় উন্মুক্ত করা হয়। বেদীতে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন পেশাজীবি সংগঠনগুলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com