শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ৫৩ বছর ধরে দুঃশাসন চলছে-জোনায়েদ সাকি বঙ্গোপসাগরের ভারতীয় পতাকা বাহি ফিশিং ট্রলার এবং ৩১ জন জেলে আটক দশমাইল-কলেজ মোর রুটে গাড়ির সর্বনিম্ন গতি চায় হাবিপ্রবির শিক্ষার্থীরা বরিশালে ভুয়া সাংবাদিক আটক বরিশালে কোটি টাকার কারেন্ট জাল জব্দ সদ্য সমাপ্ত দুর্গাপূজা সংক্রান্তে মতবিনিময় করলেন পুলিশ কমিশনারের ছাত্র আন্দোলনে ময়মনসিংহের শহীদ শাহরিয়ার পেল জিপিএ-৪.৮৩ শ্রীমঙ্গলে সংরক্ষিত বন থেকে অজ্ঞাতার নারী’ চা বাগান থেকে রক্তাক্ত পুরুষের লাশ উদ্ধার পৃথিবীকে বাঁচাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশে টোপ-চার নকল করতে ভয়ংকর যশোরের মিঠু

কুয়াকাটায় বিমানবন্দর হলে দেশী-বিদেশী পর্যটকে মুখর হবে সমুদ্র সৈকত

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৩ বার

প্রাকৃতিক সৌন্দর্যের অপরƒপ লিলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। দীর্ঘ ১৮ কিলোমিটার সমুদ্র সৈকত। দেশের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে সমুদ্র সৈকত কুয়াকাটা অন্যতম একটি পর্যটন কেন্দ্র।

ইতোমধ্যেই বিশ্বব্যাপী সুখ্যাতি অর্জন করেছে সাগরকন্যা খ্যাত কুয়াকাটা। সমুদ্রের গর্জন, উতাল-পাতাল ঢেউ, সূর্যোদয়-সূর্যাস্ত, দীর্ঘতম সৈকত দেশী-বিদেশী ভ্রমণ পিপাসু দর্শনার্থীদের কাছে টানছে।

কিন্তু আন্তর্জাতিক মানের এ পর্যটন কেন্দ্রে বিমানবন্দর না থাকায় দেশী-বিদেশী ভিআইপি পর্যটক আসছেন না এমনটাই দাবী করেছেন পর্যটন নির্ভর প্রতিষ্ঠান, সংগঠন, ব্যবসায়ীসহ ভ্রমণ পিপাসু পর্যটকরা।

কুয়াকাটা ট্যুরিস্ট বোর্ড মালিক সমিতির সভাপতি জনী আলমগীর বলেন, কুয়াকাটা সমুদ্র ˆসকতকে আধুনিক পর্যটন কেন্দ্রে রুপান্তরিত করতে সরকার মাষ্টাপ্লান প্রস্তুত করেছেন।

মাষ্টারপ্লানে বিমান বন্দর আছে। কিন্তু দীর্ঘ বছরেও মাষ্টারপ্লানের বাস্তবায়ন হচ্ছে না। বিমানবন্দর থাকলে আমরা কক্সবাজারের মতো সারা বছর বিদেশী পর্যটক পেতাম।

সমুদ্রের বিশালতায় বিশাল সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র কুয়াকাটা। যার ডাকে সায় দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। প্রকৃতির অপার সৌন্দর্যের আকর্ষণে বার বার ছুটে আসে সৌন্দর্যলোভী পর্যটকরা।

বিশেষ করে পুঞ্জিকার পাতার ছুটির দিনে ব্যাপক পর্যটকদের চাপ থাকে এখানে। এসময় আবাসিক হোটেলগুলোর ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুন বেশী পর্যটক আসেন।

একবার আসলেই প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা প্রেমের পড়ে যে কেউ। বার বার বেড়াতে আসার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে।

তাই সুযোগ হলেই ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন সাগরকন্যা কুয়াকাটায়।

ছোট্ট একটি গ্রাম কুয়াকাটা আজ সারা বিশ্বব্যাপী পরিচিত। পর্যটকদের পদভারে মুখরিত কুয়াকাটা পর্যটন কেন্দ্র সুখ্যাতি অর্জন করেছে। কিন্তু বিমান বন্দর না থাকার কারণে সমৃদ্ধ হচ্ছে না সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা এমনটাই দাবী করছেন আগত পর্যটকরা।

বরিশাল থেকে ঘুরতে আসা কিশোরী নিলা’র সাথে কথা হয়। তিনি বলেন, আমি কুয়াকাটায় ২য় বার এসেছি। আমরা অনেকেই সড়ক পথে চলাচল করতে পারি না। সারা পথ বমি করতে করতে এসেছি। বিমানে আসার সুযোগ থাকলে ভাল হতো।

পিরোজপুর থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কয়েকজন বন্ধু মিলে জাহিদ পারভেজ এসেছেন কুয়াকাটায়। সৈকতে দাঁড়িয়ে কথা হয়েছে তার সাথে। তিনি বলেন, বিমান বন্দর থাকলে খুবই ভালো হতো। আকাশ পথের আনন্দ নিয়ে সৈকতের আনন্দ উপভোগ করতে পারতাম।

তাদের টিমের আর এক বন্ধু মিলন বলেন, সড়ক পথে অনেক সময় লেগেছে। যদি বিমানে আসতে পারতাম তাহলে সময় অনেক কম খরচ হতো। দেশী পর্যটকদের পাশাপাশি বিদেশী পর্যটকদের সাথে আনন্দ উপভোগ করার সুযোগ পেতাম।

খোঁজ নিয়ে জানাগেছে, কুয়াকাটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ বহু আগে শুরু হলেও মূলত ১৯৯৮ সাল থেকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সূর্যোদয়-সূর্যাস্তের অপরƒপ লীলাভূমি কুয়াকাটা ধীরে ধীরে দেশী-বিদেশী পর্যটকদের কাছে প্রিয় হয়ে ওঠে। পর্যটকদের কেন্দ্র করে ইতোমধ্যে এখানে গড়ে ওঠেছে অসংখ্য আবাসিক হোটেল, খাবার হোটেল, প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থাসহ অন্যান্য সুযোগ সুবিধা।

সৈকতের কোল ঘেষে রয়েছে বিশাল বনাঞ্চল। পশ্চিম দিকে সুন্দর বনের পূর্বাংশ ফাতরার বন, লেম্বুর বন, নারিকেল বাগান, ঝাউবাগান, গঙ্গামতি ও কাউয়ার চরের সংরক্ষিত বনাঞ্চল অন্যতম। আগত পর্যটকরা কুয়াকাটায় বেড়াতে এসে আশেপাশের বিভিনś পর্যটন ষ্পটগুলো ঘুরে দেখেন। পাশাপাশি সমুদ্রের কোলঘেষা বনাঞ্চল ঘুরে ফিরে ছবি তুলেন।

আকাশ পথের সুযোগ না থাকায় দেশের ভিআইপি এবং বাহিরের পর্যটকরা আসছে না এখানে বললেন ব্যবসায়ীরা।

কুয়াকাটার পর্যটন সংশ্লিষ্ট সফল ব্যবসায়ী জাকারিয়া জাহিদ বলেন, কুয়াকাটায় জরুরী ভিত্তিতে আমাদের বিমান বন্দর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com