বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে আন্দোলনকারী ও হাসপাতালের কর্মচারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া এক পক্ষের আন্দোলন স্থগিত অপরপক্ষের চলমান অনশনরত ছাত্রদের চিকিৎসার জন্য ২টি মেডিকেল টিম গঠন রাতে মশাল মিছিল বরিশালে আসলেন তিনি কিন্তু সমাধান হলো না নোবিপ্রবিতে অ্যাকোয়াফুড রিসার্চ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আমার মূল কাজ হলো হাসপাতালের সেবার মান বাড়ানো, রোগীকে সন্তুষ্ট করা- শেবাচিম পরিচালক স্বাস্থ্যখাতের সংস্কার আন্দোলনকারী দুই গ্রুপের মধ্যে হামলা, পাল্টা হামলা এবং সংঘর্ষ বরিশালে নথুল্লাবাদে জেলা বাস মালিক গ্রুপের বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আগামী নির্বাচন হবে ভারতের বিপক্ষে : শায়খে চরমোনাই

রাজমিন্ত্রী দিপু হত্যার বিচার দাবি

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ১৪৯ বার

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সদস্য ও কাঠমিস্ত্রী দীপু হালদার হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ জানুয়ারি) বেলা ১১ টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল – বাসদ বরিশাল জেলা সদস্য দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নিহত দীপু হালদারের বোন সঞ্জু হালদার, এলাকাবাসীর পক্ষ থেকে সমির, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সাধারণ সম্পাদক আব্দুল মানিক হাওলাদার, বাসদ নেতা কাজল দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ১৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ১৩ নং ওয়ার্ড সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ২৮ নং ওয়ার্ড সভাপতি মোকলেছুর রহমান, ২২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও বাসদ বরিশাল জেলা সদস্য বিজন সিকদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ১৭ নং ওয়ার্ড আহবায়ক লামিয়া সাইমন।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ২৯ নং ওয়ার্ড সংগঠক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা কমিটির সদস্য কমরেড দীপু হালদার গত ২৭ জানুয়ারি ইছাকাঠি এলাকায় সন্ত্রাসী হামলায় ছুরিকাহত হয়ে মৃত্যুবরণ করেন।

নেতৃবৃন্দ বলেন, কমরেড দীপু হালদার অত্যন্ত প্রগতিশীল মানসিকতার একজন সমাজসচেতন মানুষ ছিলেন। তার বাবা রমেন্দ্রনাথ হালদার একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।

তিনি নিজে শ্রমজীবী মানুষের পক্ষের সকল আন্দোলনে অংশগ্রহণ করতেন ও নিজের পরিবারকেও প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত করেছিলেন।

তার নিজের আবাসিক এলাকায় তাকে ছুরিকাহত করে এভাবে হত্যার ঘটনা বরিশালবাসীকে উদ্বিগ্ন করেছে। নেতৃবৃন্দ এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যাক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com