বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরের ভারতীয় পতাকা বাহি ফিশিং ট্রলার এবং ৩১ জন জেলে আটক দশমাইল-কলেজ মোর রুটে গাড়ির সর্বনিম্ন গতি চায় হাবিপ্রবির শিক্ষার্থীরা বরিশালে ভুয়া সাংবাদিক আটক বরিশালে কোটি টাকার কারেন্ট জাল জব্দ সদ্য সমাপ্ত দুর্গাপূজা সংক্রান্তে মতবিনিময় করলেন পুলিশ কমিশনারের ছাত্র আন্দোলনে ময়মনসিংহের শহীদ শাহরিয়ার পেল জিপিএ-৪.৮৩ শ্রীমঙ্গলে সংরক্ষিত বন থেকে অজ্ঞাতার নারী’ চা বাগান থেকে রক্তাক্ত পুরুষের লাশ উদ্ধার পৃথিবীকে বাঁচাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশে টোপ-চার নকল করতে ভয়ংকর যশোরের মিঠু বরিশালে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩২টি সরকরি কলেজে নতুন অধ্যক্ষর পদায়ন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৯ বার

৩২টি সরকরি কলেজে নতুন অধ্যক্ষ পদায়ন দেওয়া হয়েছে। এসব কলেজের অধ্যক্ষ পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের অধ্যক্ষদের পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

 

বুধবার (২৯ সেপ্টেম্বর) প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। জানা গেছে, রাজধানীর তিতুমীর সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজে উপাধ্যক্ষ তালাত সুলতানা। রাজধানীর সরকারি আজিমপুর গালর্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হয়েছেন ঢাকা কলেজের অধ্যাপক হোসনে আরা খাতুন। বরিশালের চাখারের ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন বরিশাল ব্রজমোহন কলেজের অধ্যপক মোহাম্মদ আবদুর রব।

 

বরিশালের আলেকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন ভোলার লালমোহনের সরকারি শাহবাজপুর কলেজের অধ্যাপক মো. মাসুদ রেজা। বরিশালের সরকারি আব্দুর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. নজরুল ইসলাম।

 

ভোলার চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন ভোলা সরকারি কলেজের অধ্যাপক আবদুল গফুর। ঝালকাঠী সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের অধ্যাপক মো. ইউনুছ আলী সিদ্দিকী।

 

পিরোজপুরের সরকারি স্বরূপকাঠি কলেজের অধ্যক্ষ হয়েছেন বরিশাল গৌরনদী সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ নিজামুল হায়দার। পিরোজপুর ভান্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের মো. অধ্যাপক আমানুল্লাহ খান। পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদের পদায়ন পেয়েছেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যাপক তৌহিদুল ইসলাম খান। ফেনী টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক নূরতাজ আরা।

 

ফেনীর পরশুরাম সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু কাওছার মোহাম্মদ হারেছ। খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মিছবাহুদ্দীন আহমদ। নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন চৌমুহনীর সরকারি ছালেহ আহমেদ কলেজের অধ্যাপক মোহাম্মদ হানিফ। নোয়াখালীর সেনবাগ সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক এ কে এম সেলিম চৌধুরী।

 

ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. জাকির হোসেন। লক্ষ্মীপুরের রায়পুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হয়েছেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন। ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আসীম কুমার সাহা। গোপালগঞ্জের নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক রেবতী মোহন সরকার।

 

মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ ড. মো. রেজাউল করিম। গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের অধ্যাপক মো. ওহিদ আলম লস্কর। গোপালগঞ্জের কাশিয়ানির রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের অধ্যাপক নিত্যানন্দ রায়। যশোর সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন যশোর সরকারি মহিলা কলেজের অধ্যাপক নার্গিস শিরীন।

 

বাগেরহাটের প্রফুল্ল চন্দ্র কলেজের অধ্যক্ষ হয়েছেন নগরকান্দা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আসাদুল আলম খান। খুলনার সরকারি এল বি কে ডিগ্রি কলেজের অধ্যক্ষ হয়েছেন নায়েমে কর্মরত অধ্যাপক খান রফিকুল ইসলাম। খুলনার আজম খান বাণিজ্য কলেজের অধ্যক্ষ হয়েছেন খুলনার পাইওনিয়ার সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জাহানারা। খুলনার সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ শরীফ আতিকুজ্জামান।

 

খুলনার সরকারি সুন্দরবন আদর্শ কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের অধ্যাপক মাসুদা সুলতানা। কুষ্টিয়ার সরকারি সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ হয়েছেন সরকারি সুন্দরবন আদর্শ কলেজের অধ্যাপক মাসুদা সুলতানা। কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ হয়েছেন ওএসডি কর্মকর্তা অধ্যাপক মো. আজমল গণি। কুষ্টিয়ার আমলা সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যাপক মো. বাদশা জাহাঙ্গীর।

 

মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যাপক মো. আবদুস সাত্তার এবং সাতক্ষীরার আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন আবুল কলাম আজাদ। নতুন পদায়নকৃতদের ৫ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com