সত্য প্রেম পবিত্রতার ধারক ও বাহক সরকারি ব্রজমোহন কলেজের অন্যতম সাংস্কৃতিক সংগঠন উত্তরণের নতুন কমিটি গঠন। ৩৬ বছরের ঐতিহ্যবাহি সংগঠনটির নবনির্বাচিত সভাপতি মাহফুজ নুসরাত মোনা ও সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র পাল।
শুক্রবার (২রা মে ২০২৫ ) উত্তরণ’র নিজস্ব কার্যালয়ে
উত্তরণের ২৯তম বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য দেবাশীষ কুন্ডু ও মোঃ জিয়াউর রহমান
সংগঠনের সভাপতি সুদিপ্ত দাস এর সভাপতিত্বে সাধারণ সভার প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক প্রসেনজিৎ মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন উত্তরণ’র সাবেক সাধারণ সম্পাদক পরিতোষ সরকার সাবেক সভাপতি সুজন সরখেল ও সুকদেব মন্ডল মিঠু সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান সাবেক সভাপতি দিদারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক উদয় শংকর দাস সাবেক সভাপতি মোঃ শাহেদ সাবেক সদস্য রতন দাস বাপী, দেবদুলাল সম্মাদার,দিপংর দিপু,সুদেবী মন্ডল, সুব্রত ঢাকি, আরাফাত হোসেন,কাজী তারিফ,সাহাজিদা হিরা,মেহেদী হাসান, সাইফুল ইসলাম শাকিল,অনয় বনিক, চন্দন দাস।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ নির্বাচন করা হয়। কমিটি গঠনে নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন সুকদেব মন্ডল মিঠু। উত্তরণ’র নবগঠিত কমিটিতে মাহফুজ নুসরাত মোনা সভাপতি ও প্রকাশ চন্দ্র পাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই সাথে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন উদয় শংকর দাস।
উল্লেখ্য ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত উত্তরণ সাংস্কৃতিক সংগঠনে মাহফুজ নুসরাত তৃতীয় নারী সভাপতি, এর পূর্বে ১৯৯৭ ও ২০০৭ সালে নারী সভাপতি ছিলেন।১৮ বছর পরে আবারও নারী নেতৃত্ব আাশায় উচ্ছ্বসিত সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যরা।
নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন সরকারি ব্রজমোহন কলেজ প্রশাসন, কালচারাল অফিসার, বরিশাল জেলা শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।