বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
মঙ্গলবার সকালে উপজেলা সদর রোড থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাহী কর্মকর্তার দপ্তরের ভবনে নিচে গিয়ে শেষ হয়।
এসময় বিক্ষোভকারীরা নির্বাহী কর্মকর্তার ফারিহা তানজিনের বিরুদ্ধে” এক দফা এক দাবী ইউএনও তুই কবে যাবি’ আগৈলঝাড়ার মাটিতে দুর্নীতিবাজদের ঠাই নাই”সহ বিভিন্ন শ্লোগান দেন।
বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্তরে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা (উত্তর) যুবদলের সদস্য সালমান হাসান রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক হেমায়েত উদ্দিন তালুকদার ও উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম শাহিন, স্থানীয় নান্নু মোল্লা, ইকবাল সিকদার, পরি বখতিয়ার, মঞ্জুয়ারা বেগম, লুনা বেগমসহ প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন তার অফিসের অফিস সহায়ক মো.আমির আলী ও মোসাঃ বিলকিছ আক্তার। তারা জানান ইউএনও স্যার তার গাড়ীতে করে উপজেলা পরিষদে আসা সরকারী খেজুর, দুম্ভার মাংস ও শাড়ী লুঙ্গি তার বরিশালের রাড়িতে নিয়ে যায়।
অফিস সহায়কদের স্বাক্ষর জাল করে মোবাইল কোর্ডের টাকা আত্মসাৎ করেন ওই অফিসের সার্টিফিকেট সহকারী সিদ্দিকুর রহমান।
এঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের কাছে মৌখিক ভাবে বিচার দেওয়ার পরেও সে কোন পদক্ষেপ নেয়নি।
যার কারনে অফিস সহায়ক মো.আমির আলী ও মোসাঃ বিলকিছ আক্তার যৌথ স্বাক্ষরে বরিশাল জেলা প্রশাসকের কাছে ২৫ মার্চ লিখিত অভিযোগ দায়ের করে।
তারা অভিযোগ দেওয়ায় কারনে অফিস সহায়ক মো.আমির আলী ও মোসাঃ বিলকিছ আক্তারকে নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের কক্ষে ডেকে নিয়ে গালমন্দ করেন। এসময় তিনি ক্ষুব্দ হয়ে অফিস সহায়ক আমির আলীকে লক্ষ করে ষ্টাপ্লার ছুড়ে মারেন।
এছাড়াও তার অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মতিউর রহমান মোল্লা দীর্ঘদিন ধরে আগৈলঝাড়া উপজেলায় বদলী হয়ে আসলেও তাকে তার চেয়ারে বসতে দেয়নি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন। তার চেয়ারে বসে কাজ করছে ওই অফিসের মালি তরিকুল ইসলাম হলুদ।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন সরকারী খেজুর, দুম্ভার মাংস ও শাড়ী লুঙ্গি নেওয়াসহ ষ্টাপ্লার ছুড়ে মারার কথা অস্বীকার করে বলেন, আমি আমার অফিসের তিন কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মতিউর রহমান মোল্লা অসুস্থ ও কাজ না পারায় তার পরিবর্তে তরিকুল ইসলাম হলুদকে দিয়ে কাজ করানো হচ্ছে।