বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাকুরা ও চেয়ারম্যান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০ হুদা কমিশনের যে পরিনতি এদেশে ঘটেছে তা যেন ভুল না যায় বর্তমান কমিশন-বরিশালে এনসিপি এমনতো জীবন হয়- দূর দেশের কাহিনী বরিশালের চরমোনাইতে এনসিপির নাহিদসহ প্রতিনিধিদল নোয়াখালীতে শিক্ষার্থীদের ১২ ঘণ্টার আল্টিমেটাম, চৌরাস্তায় ব্লকেড আগামী কাল বরিশালে আসছেন এনসিপি’র নেতারা বরিশালে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবীতে মহাসড়ক অবরোধ দৈনিক ডেসটিনি পত্রিকার বরিশালের ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পেলেন আরিফুল ইসলাম বরিশালে পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত সংবাদ সম্মেলনে বক্তারা ১৮ জুলাই বরিশালে অ্যাস্ট্রো-অলিম্পিয়াড

হাবিপ্রবিতে অর্ক সাংস্কৃতিক জোটের জমকালো স্ট্রিট ডান্স অনুষ্ঠিত

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৩ বার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) পথনৃত্যসভা – ‘স্ট্রিট ডান্স’ অনুষ্ঠিত হয়েছে।  জমকালো এই আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন অর্ক সাংস্কৃতিক জোট।
১০ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৪টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এ পথনৃত্যসভা উৎসর্গ করা হয় বিশ্ববিদ্যালয়টির নবীন (২৫ ব্যাচের) শিক্ষার্থীদেরকে।
কৃষি অনুষদের নবীন শিক্ষার্থী প্রান্ত বলেন, “বিশ্ববিদ্যালয়ে পা রাখার শুরুতেই এমন একটি উৎসবমুখর আয়োজনে আমন্ত্রণ পেয়ে আমরা আনন্দিত।
গ্রোগ্রামটি দেখতে এসে অনুভূতি ব্যক্ত করে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৫ ব্যাচের শিক্ষার্থী আকাশ বলেন, “বর্ণিল এই আয়োজন টি ক্যাম্পাসের প্রথমদিকের দিনগুলো কে যথার্থ করতে একেবারে স্বার্থক।
পুরো আয়োজন জুড়েই ছিলো বড় ভাই – আপুদের বেশ কিছু অসাধারণ নাচের পরিবেশনা যা নজর কেড়েছে সকল দর্শকের। এ ধরনের আয়োজন দেখতে পেরে আমি বেশ আনন্দিত!”
সংগঠনটির সাধারণ সম্পাদক সিফাত আদদ্বীন বলেন, “স্ট্রিট ডান্স ৫.০- তারুণ্যের ভাবনা, সাহসিকতা ও শিল্পচেতনার এক সম্মিলিত অভিব্যক্তি। এর মাধ্যমে সৃজনশীলতা, শৃঙ্খলা ও সৌন্দর্যবোধ বিকশিত হবে। আমরা বিশ্বাস করি, সংস্কৃতি তখনই অর্থবহ হয়, যখন তাতে মূল্যবোধ ও দায়বদ্ধতা বজায় থাকে। এমন একটি প্রাণবন্ত আয়োজন তরুণদের মধ্যে ঐক্য, শিল্পচর্চা ও সমাজের প্রতি দায়বদ্ধতা জাগিয়ে তুলবে।”
সভাপতি ইমাম মেহেদী মহান বলেন, “সংস্কৃতিচর্চা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। শিল্পচর্চা পারে সমাজে আলোর সঞ্চার করতে, বিভাজনের জায়গাগুলোতে মানবিকতার পরশ ফিরিয়ে আনতে। প্রতিষ্ঠালগ্ন থেকেই অর্ক সুস্থ ধারার বাংলা সংস্কৃতির চর্চায় নিজেকে নিবেদিত রেখেছে। এই আয়োজনের মাধ্যমে আমরা চেয়েছি তরুণ প্রজন্মের শিল্পবোধ ও উচ্ছ্বাসকে ছন্দ, রঙ এবং নৃত্য আন্দোলনের মাধ্যমে একটি উন্মুক্ত ও ইতিবাচক মঞ্চে তুলে ধরতে।”
উল্লেখ্য, অর্ক সাংস্কৃতিক জোটের বার্ষিক সিগনেচার ইভেন্ট হিসেবে পরিচিত, যা মূলত শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে প্রতিবছর আয়োজন করা হয়।  উদ্দেশ্যে। অনুষ্ঠানে পরিবেশিত হয় একাধিক নৃত্য পরিবেশনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com