সাপের ফনার মতো মাথা তুলে আছে রানি নাগলিঙ্গম। তবে এ ফনাই বিষ নই, আছে সৌন্দর্য আর সুগন্ধি। যশোর শিক্ষা বোর্ড প্রঙ্গনে এমনই এক ফুলের গাছ মাথা তুলে দাড়িয়ে আছে।
যশোরে এমন আরো একটি গাছ আছে বলে জানান অনেকে। তাছাড়া আর কোথাও নেই। এমনকি বাংলাদেশও এর দেখা মেলে খুবই কম। এই ফুলের রং, গঠন ও আভিজাত্য মানুষকে প্রনবন্ত করে তোলে।
সাপের মতো ফনা আকারে হওয়ায় এই ফুলের নাম নাগলিঙ্গম বলে মনে করেন বেশির ভাগ মানুষ। গাছের গুঁড়ি থেকে বের হওয়া দন্ডে এই ফুল ফোটে। লাল, গোলাপি ও হলুদে এই ফুলকে আকর্ষণীয় করেছে। মার্চ মাসে ফুল ফোটা শুরু হয়। জুলাইয়ের শেষ পর্যন্ত থাকে এই ফুল।
নাগলিঙ্গমের ইংরেজি নাম ‘ক্যানন বল’। ‘ল্যাসাইথিডেসিয়া’ পরিবারের নাগলিঙ্গমের বৈজ্ঞানিক নাম ‘করোপিতা গুইয়াসেসিস’। এর আদি বাড়ি দক্ষিণ আমেরিকা।
এই ফুলের সৌন্দর্য দেকতে এবং উপভোগ করতে জেলা শহরের অনেকেই আসছে। কেহ ছবি তুলছে আবার অনেকে এই ফুল নিয়ে বিভিন্ন ভাবে গবেষনাও করছে।
ফুলের রং এবং আকৃতির মধ্যে আকর্ষনিও বিষয় থাকায় যশোর অঞ্চলে এটি এখন সবার মুখে মুখে। অনেকেই চাচ্ছে এটি নিজের করে নিতে। তবে স্থান সংকুলনের কারণে শুধু মাত্র দেখার এবং উপভোগেরই কেন্দ্র হয়ে দাড়িয়েছে।