সোনার কন্যা শেখ হাসিনা
===============================================================
প্রিয় নেত্রী, দেশরত্ন
শেখ হাসিনা!
বঙ্গবন্ধু কন্যার আজ
পঁচাত্তরতম জন্মদিন, অভিনন্দন ও রইলো শুভকামনা সীমাহীন।
দোয়া করছি-হাজার বছর
হোক তাঁর আয়ু সাফল্যে কেটে যাক
আগামীর অনাগত বেলা!
দেশ মাতার প্রয়োজনে
যাঁর এমন উচ্ছ্বাস লয়ে
পথচলা প্রতিদিন প্রতিনিয়ত তাঁরে মহান ” আল্লাহ ” রাখুন ভালো।
সুন্দর আর সুস্থ থাকুন সে জীবনের প্রতিটি বেলা।
দেশের উন্নয়ন, জনগণের কল্যাণ
যাঁর সার্বক্ষনিক চিন্তা-চেতনায়
সে কভু নেত্রী হিসেবে
হেরে যাবার জনা নয়!
আমরা গর্বিত বাংলাদেশী যারা
আছে আমাদের এক সোনার কন্যা
যাঁর নেতৃত্ব অগ্রগণ্য প্রশংসার সীমান্ত ছোঁয়া।
ভালোবাসি দেশরত্ন,
মমতাময়ী আপনাকে আপনি যাবেন
এমনকরে বাংলাদেশকে লয়ে এগিয়ে
অতন্দ্র প্রহরী হয়ে আমরা
আছি আপনার সাথে
জোগাতে অনুপ্রেরণা।