র্যাব-১৩ ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল ১০ মার্চ সন্ধ্যায় নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার জিকরুল হক রোড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং প্রায় ৫৭ কেজি চা পাতাসহ মাদক ব্যবসায়ী মোঃ হাবিব (৩২), জেলা-দিনাজপুর’কে গ্রেফতার করেন।
অভিযান পরিচালনার সময় দেখা যায় যে, মাদক ব্যবসায়ীরা সু-কৌশলে চায়ের প্যাকেটের ভিতর অভিনব কায়দায় গাঁজা পরিবহণ করে আসছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।
আসামীর বিরুদ্ধে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।