এক নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় ঝালকাঠির রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম লিটনকে (সিআইপি) দলীয় পদ থেকে আজীবন বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা জয়রাম তেওয়ারী, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, আবু সালেহ্সহ অনেকে।
মঙ্গলবার বেল সারে ১২টায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে রাজাপুর প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণির নারী-পুরুষ অংশ নেন।
এর আগে গত ৬ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে লিখিত আবেদন করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
লিখিত ঐ পত্রে রাজাপুর উপজেলার ছয়টি ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকদের স্বাক্ষরিত আবেদনপত্রটিতে দলীয় গঠণতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের কারন উল্লেখ করে লিটনকে দল থেকে বহিস্কার করার জন্য আবেদন করা হয়।
অভিযুক্ত রফিকুল ইসলাম লিটন রাজাপুর উপজেলা আওয়ামীলীগের ৯ নম্বর সহসভাপতি পদে রয়েছেন।
এছাড়া রাজধানীর মতিঝিল এলাকার নাহার ম্যানসন এর পঞ্চম তলায় অবস্থিত লিটন ওয়ার্ল্ড লিংক এর মালিক তিনি। এসংক্রান্ত একটি সংবাদ গত ৮ জানুয়ারি আনন্দবার্তায় প্রকাশ হয়েছে।
লিটনের বিরুদ্ধে অভিযোগ পত্রটির অনুলিপি আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকসহ বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্তদেরকেও দেয়া হয়েছে।
রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন বলেন, এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। করো অপকর্মের দায়ভার দল নেবে না।
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক তরুণ কর্মকার বলেন, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হয়ে তিনি যে কাজটি করেছেন, এর দায়ভার দল নেবে না। এ ব্যাপারে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।