ঝালকাঠির সুগন্ধা নদী থেকে মোঃ মিজান মুন্সি নামে এক যুবককের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১১ টার দিকে শহরের কলেজ খেয়াঘাট এলাকার সুগন্ধা নদী তীর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত মিজান মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে,স্থায়ী ঠিকানা ভোলা সদর উপজেলার ধুনিয়া তুলাতলী গ্রামে। তিনি ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার কায়েদ বেকারী বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ ও পরিবার জানায়, গতকাল রাতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিলো মিজান মুন্সি।
পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করেও পায়নি। আজ সকালে কলেজ খেয়াঘাট নদীর তীর তাঁর লাশ দেখতে পায় স্থানীয়রা।
তারা পুলিশে খবর দিলে সকাল ১১ টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতের বড় ভাই রাজু জানান, রোববার রাতে মিজান কিছু টাকা চেয়েছিলেন পরিবারের কাছে।
পরে তাকে ৫০০ টাকা দিলে সন্তুষ্ট না হয়ে অভিমান করে মিজান রাতেই বাসা থেকে বেরিয়ে যায় আর ফেরেনি। সকালে স্থানীয় এক ব্যক্তি খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের মরদেহ সনাক্ত করি।
স্বজনরা জানান, মিজান মৃগী রোগী ছিলেন। হয় তো হাত পা ধুতে গিয়ে নদীতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করছেন তা।
ঝালকাঠি সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, মিজান মুন্সি নামে এক যুবককের সুগন্ধা নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়না তদন্ত জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।