বরিশাল র‌্যাব ও মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে তালতলী বাজারে অভিযান চালানো হয়।

এ সময় ১০ ব্যবসায়ীকে জাটকা মাছ বিক্রি করতে দেখে তাদের আটক করা হয়। জব্দ করা হয় ৫০ মণ জাটকা। ওই মাছ নগরীর ডিসিঘাট এলাকায় এনে বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়। আর ১০ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়।

দুপুর সাড়ে ১২টায় আটক ১০ জনের মধ্যে ৬ জনকে ৭ দিনের জেল, ২ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা এবং ২ জনকে মুচলেকায় ছেড়ে দেয় ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জাবেদ হোসেন চৌধুরী।

র‌্যাব আরো জানান, আমানতগঞ্জ বেলতলা এলাকা মো. ফরিদ সিকদারসহ ৮ জনকে আটক করা হয়েছে।

তার মধ্যে ছয় জনের মোবাইল কোর্টে সাত দিন করে বিনাশ্রম কারাদন্ড। দুই জনের পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২২০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে, যার মূল্য ৪ লক্ষ ৪০ হাজার টাকা।