খ্রীস্টান ধর্মালম্বীদের বড় উৎসব শুভ বড় দিন উৎযাপিত হচ্ছে। সকল প্রস্তুতি সম্পূন্য করেছে বরিশালের গির্জাগুলো। গত ১ মাস আগে থেকেই আয়োজক কমিটি গীর্জায় বিভিন্ন ধরনের আল্পনা, আলোকসজ্জা, বিভিন্ন প্রতিকীসহ নতুন রুপে সাজানোর কাজ করছে মন্ডলিগুলোতে।
রাত সাড়ে ৮ টায় বরিশাল ব্যাপ্টিস্ট মিশনে ও রাত ৯ টায় ক্যাথলিক খিস্টান ধর্মালম্বীরা ধর্মীয় প্রার্থনার মাধ্যমে বড় দিন উৎযাপনের আনুষ্ঠানিকতা শুরু করেন।
পরে কেক কাটা হয় এবং তাদের ধর্মীয় আচার মেনে রাতের প্রার্থনা শেষ করেন। আগামিকাল সকাল ৮ টা থেকে পুনরায় বড় দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে।
এদিকে আয়োজকরা বলছেন, তাদের সকল প্রস্তুতি শেষ। আজ ২৪ ডিসেম্বর সন্ধায় প্রার্থনার মধ্যে দিয়ে শুভ বড় দিন পালন করা হচ্ছে। অপর দিকে নিরাপত্তার জন্য আইনশৃক্ষলা বাহিনীর পাশাপাশি নিজেদের তত্ববধায়নে ব্যবস্থা করা হয়েছে সিসি ক্যামেরা ও নিরাপত্তাকর্মীর। পাশাপাশি নগরীর নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃক্ষলা বাহিনীর সদস্যরাও রয়েছে সতর্ক অবস্থানে।