বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে কোটি টাকার কারেন্ট জাল জব্দ সদ্য সমাপ্ত দুর্গাপূজা সংক্রান্তে মতবিনিময় করলেন পুলিশ কমিশনারের ছাত্র আন্দোলনে ময়মনসিংহের শহীদ শাহরিয়ার পেল জিপিএ-৪.৮৩ শ্রীমঙ্গলে সংরক্ষিত বন থেকে অজ্ঞাতার নারী’ চা বাগান থেকে রক্তাক্ত পুরুষের লাশ উদ্ধার পৃথিবীকে বাঁচাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশে টোপ-চার নকল করতে ভয়ংকর যশোরের মিঠু বরিশালে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ৯ জেলে আটক; ৪৫ হাজার টাকা জরিমানা আশুলিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার কালিয়াকৈরে শ্রমিকবাহী বাস চাপায় এক ব্যবসায়ী নিহত

সাতক্ষীরায় লকডাউনেও ঋনের টাকা এখন বিষফোড়ায় রুপ নিয়েছে

সাতক্ষীরা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৫৩০ বার
জোর করে টাকা আদায়ের সতো বর্বরতায় মেতে উছেঠে সীমান্তবর্তী জেলা সাতকক্ষীরার এনজিও কর্মীরা। ঋন দিয়ে সেই ঋনের টাকার জন্য সরকার ঘোষিত লকডাউনের মাঝেও তীব্র চাপ প্রয়োগ করে টাকা আদায় যেন স্বাভাবিক নিয়মে পরিনত হয়েছে এই জেলায়।
তথ্য বলছে, সাতক্ষীরা জেলায় চলছে কঠিন লকডাউন প্রশাসনের পক্ষ থেকে দিনরাত পরিশ্রম করে, জনগণ কে সচেতন করছে। এবং প্রশাসন কঠোর ভূমিকা রাখছে লকডাউনের জন্য দোকানপাট ইত্যাদি সহ যানবাহন বন্ধ আছে কিন্তু লকডাউনে এনজিও দের কিস্তি আদায় বন্ধ নাই। কিস্তি না দিলে সদস্যের উপর দিচ্ছে কঠিন চাপ এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে তার পরও কোন প্রকার বিধি নিষেধ এর তোয়াক্কা না করে উত্তরণ এনজিও সহ একাধিক এনজিও সংস্থা।
আজ শনিবার (২৬ জুন ) সকালে উপজেলা মুড়াকলিয়া গ্রামে দেখা গেছে উত্তর এনজিও কর্মীরা কিস্তি আদায়ের চিত্র । করোনায় কালীন কিস্তি আদায়ের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সরকার থেকে কোন প্রকার কিস্তি গ্রহন না করার ব্যাপারে কোন প্রকার বিধি নিষেধ নেই। তালায় করোনা পরিস্থিতিতে লকডাউন ও শাটডাউন চলাকালে বিপাকে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ।
তার উপর কঠোর ব্যবস্থা গ্রহণ করছেন এনজিও কর্মীরা কিস্তি আদায়ে, থেমে নেই কোন এনজিও কর্মীর কিস্তি আদায়।
সাতক্ষীরা জেলা প্রশাসক এর ঘোষণা কৃত জেলার সকল উপজেলা সমূহে চলমান করোনা সংক্রমণ এড়াতে কঠোর পাশাপাশি সকল এনজিও প্রতি কিস্তি আদায়ের ক্ষেত্রে, গ্রাহকদের প্রতি কোন বাধ্যবাধকতা না রাখার নির্দেশ প্রদান করেন। কিন্তু কে শোনে গরিব বাঁচানোর কথা। কিস্তি আদায় বন্ধ থাকলেও তা মানছেন না সাতক্ষীরার তালার এনজিও গুলো। লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কিস্তি আদায়ে ব্যস্ত হয়ে পড়েছেন এনজিও কর্মীরা ।
ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ও ঋণ গ্রহীতারা। ঋণের কিস্তি দিতে হিমশিম খাচ্ছেন তারা। জানাযায়, তালা উপজেলায় বিভিন্ন এলাকার ছোটোখাট ব্যবসায়ীরা এনজিও থেকে ঋণ নিয়ে তাদের ব্যবসার কার্যক্রম চালান। এ ছাড়াও অনেকে এনজিও থেকে সাপ্তাহিক কিস্তিতে ঋণ নিয়ে ইজিবাইক, ভ্যান, মোটর ভ্যান, আলম সাধুসহ বিভিন্ন যানবাহন কিনে রোজগার থেকে জীবিকা নির্বাহ করেন ও ঋণের কিস্তি দেন। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে ধীরে ধীরে সাতক্ষীরা জেলা সহ তালা উপজেলায় মৃত্যু ও আক্রান্তের হার বাড়তে থাকায় সরকার জেলা প্রশাসক সাতক্ষীরা জেলা লকডাউন ঘোষণা করেন এবং স্হানীয় সরকার নির্বাচন বন্ধ করে দেওয়া হয়।
একই সাথে সীমান্ত জেলার অন্যতম তালা উপজেলার হওয়ায় ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা আঞ্চলিক ভিত্তিতে কঠোর লকডাউনের তালা উপজেলা। জেলাব্যাপী করোনায় ২য় দফায় ৪র্থ মেয়াদে বর্ধিত এ লকডাউনের সময়সীমা রয়েছে ২৪ জুন রাত ১২টা পর্যন্ত পর আবারো এক সপ্তাহের লকডাউন বর্ধিত করা হয়েছে।
এ ছাড়া সমাজসেবা ও সমবায় অধিদফতর থেকে নিবন্ধন নিয়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা আরো এনজিও নামক কসাই খানা। বেআইনিভাবে করোনাকালেও লকডাউন উপেক্ষা করে চড়া সুদে ঋণের কিস্তি আদায়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ দিকে লকডাউন চলাকালীন ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় না করার জন্য নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এনজিও কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে একটি পোস্ট দেন জেলা প্রশাসক সাতক্ষীরা । অথচ জেলা প্রশাসকের সেই অনুরোধকে দুর্বলতা ভেবে তা মানছে না এনজিওগুলো। এমনকি জেলা প্রশাসনের বিধিনিষেধ উপেক্ষা করে প্রতিদিন সকাল থেকে তালা উপজেলার প্রত্যেকটি অলিগলির বাড়ি বাড়ি গিয়ে কিস্তি আদায় করে চলেছেন এনজিওর মাঠকর্মীরা।
এনজিও কর্মীরা আরো বলেন অফিসের চাপের মুখে পড়ে বাইরে আসতে হচ্ছে করোনার এমন দুঃসময়ে উপজেলার ভুক্তভোগী খেটেখাওয়া ঋণগ্রহীতারা যখন তাদের সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, তখন এনজিওকর্মীরা (আমরা) বাড়ি বাড়ি কিস্তি আদায়ের জন্য ধন্না দিচ্ছি, কি ভাবে তারা কিস্তি দিবে কেউ গালিগালাজ করছে,কেউ পালাচ্ছে,কেও কাঁদছে আমরা পড়েগেছি মহা বিপাকে।
এ বিষয় সাতক্ষীরা জেলা ব্র্যাক এনজিওর সম্মনয়কারী মোঃ আশরাফুল ইসলাম সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন আমরা নিজেরাই স্বাস্থ্য বিধি মেনে কর্মীদের কাজ করতে বলেছি, জোর করে কিস্তি আদায় করতে নিষেধ করা হয়েছে, যদি কোন কর্মী অতি উৎসাহী হয়ে কিস্তি আদায় করতে জবরদস্তি করে তারা কিছু জানে না।
তিনি আরো বলেন, জেলা প্রশাসকের ফেসবুক থেকে দেয়া ঋণ আদায় না করা সংক্রান্ত পোস্টটি ১০ দিনেও আমরা দেখছি। কর্মীদের ঝুঁকি এড়াতে স্বাস্হ্য মন্ত্রনালয় কর্তৃক ঘোষিত নিতিমালা অনুযায়ী তাদের স্বাস্হ্য বিধি মেনে কাজ করতে বলা হয়েছে। করোনাকালে জোরপূর্বক ঋণের কিস্তি আদায় না করার নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com