করোনা ভাইরাসে মানুষকে সচেতন ও সুস্থ রাখতে সাতক্ষীরা তেতুলিয়া যুব সংঘের পক্ষ থেকে গ্রামে গ্রামে নিম্ন আয়ের মানুষের মধ্যে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে মাস্ক বিতরণ করা হচ্ছে।
আজ শনিবার( ২৬ জুন) এই মাস্ক বিতরণের কাজ চালানো হচ্ছে । উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি মো ইলিয়াস গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মারুক হোসেন, রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক কাজী মুজাদ্দীদ, জুয়েল কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান প্রমুখ।
সার্বিক সহযোগিতায়: উত্তরণ, ব্র্যাক। এই সংগঠন টি শুধু মাস্ক বিতরণ নয় ২০২০ সালে প্রথম করোনা প্রথম ঢেউ শুরুতে নিজেদের অর্থ দিয়ে অসহায় ও সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রীও নগদ অর্থ সহ বিভিন্ন ভাবে মানুষের সাহায্য করেছেন। সংগঠনের সভাপতি ও সদস্যরা জানান আমরা সবসময় মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছি এবং আগামীতে এইভাবে আমাদের সংগঠন কে আরো গতিশীল করে নিয়ে, মানুষের পাশে দাঁড়াবো এবং আমাদের এই সংগঠনটি এখন তালা উপজেলাতে কাজ করছে , এই ভাবে আস্তে আস্তে আগামীতে সাতক্ষীরা জেলা সহ বিভিন্ন এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়াবো।