মানিকগঞ্জের সাটুরিয়ায় বিআরডিবি সমবায় সমিতির সদস্য ও তাদের পোষ্যদের পাটের ব্যাগ তৈরি ও নকশা করণ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
সাটুরিয়া উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে সোমবার (২৪ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মজিদ ফটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ গোলাম আজাদ খান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা।
এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা কবির, উপজেলা প্রকৌশলী এ এফ এম তৈয়াবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শিউলি আক্তার, ভাইস চেয়ারম্যান আবুল বাশার বাদশা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা একে এম গিয়াসুর রহমান, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোঃ শাহ আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ২টি গ্রেডে ২০ জন করে ৪০ জন প্রশিক্ষার্থীকে ১৫দিন হাতে কলমে এই প্রশিক্ষণ দেওয়া হবে।