সাইফ আলি খানের বাড়িতে ঢুকে ছুরিকাঘাতের অভিযোগে গ্রেফতার হওয়া ৩০ বছর বয়সি মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ বাংলাদেশি নাগরিক, এমনটাই দাবি করেছে মুম্বাই পুলিশ। কিন্তু শেহজাদের আইনজীবীর দাবি, তার মক্কেল দীর্ঘদিন ধরেই ভারতে বসবাস করে আসছেন। এমনকি তার পরিবারও ভারতেই বসবাস করেন। খবর এন ডি টিভি।
এদিকে আটক হওয়ার পর সাইফ আলি খানের আক্রমণকারী শেহজাদ নিজের অপরাধ স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি এটি করেছি।’
পুলিশ অফিসার দীক্ষিত গেদাম সেসময় সাংবাদিকদের বলেন, ‘শেহজাদ একজন বাংলাদেশি নাগরিক। তার কাছে কোনও ভারতীয় নথি নেই। তার কাছে পাওয়া কিছু জিনিসপত্র থেকে বোঝা যায় যে, সে একজন বাংলাদেশি নাগরিক।’
পুলিশ আরও জানিয়েছিলেন, অভিযুক্ত গত চার মাস ধরে মুম্বাইতে বসবাস করছে এবং তার নাম পরিবর্তন করে বিজয় দাস রেখেছে।
তবে, আসামিপক্ষের আইনজীবী সন্দীপ ডি শেরখানে বলছেন ভিন্নকথা।
মি. শেরখানে জানান, তার মক্কেল (মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ) সাত বছরের বেশি সময় ধরে ভারতে বসবাস করছেন এবং তার কাছে ভারতের গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে। এমনকি তার পরিবারও ভারতে বসবাস করে।
এদিকে, আদালত অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
বলা প্রয়োজন, শুক্রবার (১৭ জানুয়ারি) সাইফের বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে একজনকে সন্দেহ করা হয়। তাকে গ্রেফতারও করে মুম্বাই পুলিশ। কিন্তু পরে তাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানায়, অপরাধের সঙ্গে উক্ত ব্যক্তির কোনও যোগসূত্র পাওয়া যায়নি।
এর একদিন পরে অর্থাৎ ১৮ জানুয়ারি থানের কাসারভাদাবলির হিরানন্দানি এস্টেটের কাছে থেকে সাইফের ওপর আক্রমণকারী মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে গ্রেফতার করা হয়। স্থানটি মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সাইফের বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাইফ আলি খানকে ছুরিকাঘাত করা হয়। তাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই অভিনেতার অস্ত্রোপচার সম্পন্ন হয়। তিনি এখন ভালো আছেন।