সংবাদ প্রকাশের জেরে পটুয়াখালীর বাউফলে প্রেসক্লাব বাউফলের সভাপতি আরিফুজ্জামান খান রিয়াদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সংবাদকর্মীরা।
শুক্রবার সকালে জেলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সাথীর সম্পাদক আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক ও বৈশাখী টিভির প্রতিনিধি আবদুস সালাম আরিফ, আমাদের বার্তা পত্রিকার প্রতিনিধি কাউয়ুম উদ্দিন জুয়েল, বাংলাভিশনের শাহাদৎ হোসেন প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশের আলোর প্রতিনিধি নিয়াজ মোর্শেদ, এস এ টিভির জহির ইসলাম, ভোরের আকাশ পত্রিকার জলিলুর রহমানসহ আরও অনেকে। উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি বিভিন্ন পত্রিকায় “কেশবপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সালাউদ্দিন পিকুর বিরুদ্ধে মদপানের ছবি ভাইরাল” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এর জের ধরে গত ৩১ জানুয়ারি সাংবাদিক আরিফুজ্জামান খান রিয়াদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়ের করেন চেয়ারম্যান সালেউদ্দিন পিকু।