শ্বশুরবাড়ি থেকে ৫ লাখ টাকা হাতিয়ে স্ত্রী ও সন্তন ফেলে পালিয়েছে বাংলালিংক কোম্পানীর এসআর সজিব আহম্মেদ পিন্টু। এক্ষেত্রে নিজের একমাত্র আদরের সন্তান ও ১৫ বছরের দাম্পত্য জীবন পিন্টুর প্রতারণার কাছে হার মেনেছে।
এদিকে নিরুদ্দেশ স্বামীর সন্ধানে স্ত্রী দিনার খাতুন নদী পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন।
সজিব আহম্মেদ পিন্টু ঢাকা মিরপুর-১১ এলাকার সি ব্লকের সফিকুল ইসলাম বুলবুলের ছেলে। মঙ্গলবার ঝিনাইদহ প্রেসক্লাবে এসে দিনার খাতুন নদী অভিযোগ করেন, তার স্বামী পিন্টু পাঁচ মাস আগে ব্যাবসার কথা বলে তার ভাইয়ের কাছ থেকে দুই লাখ টাকা নিয়েছিলেন। কিন্তু সে ব্যবসা করেনি।
এরপর সে বাংলালিংক কোম্পানীতে চাকরী করার সুবাদে যাতায়াতের জন্য মটরসাইকেল দাবী করলে সেটাও পুরণ করেন তার ভাই।
দিনার খাতুন নদী জানান, এক মাস আগে ভুমি অফিসে চাকরী হয়েছে বলে জানালে তার পিতা সদর উপজেলার দিঘিরপাড় গ্রামের মসলেম উদ্দীন ব্র্যাক এনজিও থেকে দেড় লাখ টাকার ঋন নিয়ে জামাইকে দেন।
এরপর বাংলালিংক ঝিনাইদহ অফিস থেকে আরো ৮০ হাজার টাকা ধার করে পিন্টু। কৌশলে এসব টাকা হাতিয়ে নেওয়ার পর প্রতারক পিন্টু বরিশালে পোস্টিং হয়েছে বলে এক মাস আগে স্ত্রী সন্তান ফেলে চলে গেছে।
দিনার খাতুন নদী জানান, এসব টাকা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ধার দেনা করে পিন্টুকে দেওয়া হয়েছিল।
এখন এই টাকার দায়ভার আমার এবং বৃদ্ধ পিতার উপর পড়ছে। তাদের গোটা পরিবার বিপদগ্রস্থ বলেও দিনার খাতুন নদী সাংবাদিকদের জানান। এ বিষয়ে সজিব আহম্মেদ পিন্টুর বক্তব্য জানতে তার ০১৯৬০৮৩১০০১ নাম্বারের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।