২৫ দিনের টানা ছুটি শেষে আজ থেকে খুলেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। নাড়ির টানে বাড়ি ফেরা শিক্ষার্থীরা ফিরতে শুরু করেছেন ক্যাম্পাসে। নতুন উদ্যোমে শুরু হচ্ছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। ছুটির শেষ আর ফেরার শুরু তে যেন মধ্যস্থতা করছেন তারা।
২০ ব্যাচের শিক্ষার্থী ফরিদ উদ্দিন বলেন, দীর্ঘ কয়েকদিন পরিবারের সাথে সময় কাটিয়েছি। পড়াশোনা হয়নি বললেই চলে। এখন ছুটি শেষ হয়েছে। একাডেমিক কার্যক্রমও চলবে আপন গতিতে। শিক্ষার্থীরাও পূর্বের গতিশীলতায় ফিরবে শিঘ্রই।
২১ ব্যাচের শিক্ষার্থী ইয়ালিদ হক বলেন, বাসায় গিয়ে পড়া হয়না। তবে অনেকেই আছেন, যারা পড়তে পারেন। তারা বই, শিট নিয়েছেন সাথে করে। পড়াশোনার ঘাটতি তুলতে এখন সবাই নিজ নিজ টেবিলে সময় দিবে।
তবে টানা এ ছুটিকে ঘিরে সন্তোষ আর আক্ষেপের বেড়াজালও তৈরি হয়েছে শিক্ষার্থীদের মাঝে।
চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীরা জানিয়েছেন, বছরের বেশিরভাগ ছুটিই এমন হয় যে বাড়ি যাওয়া বা আসাতেই শেষ হয়ে যায়। এবছর এত বড় ছুটি পেয়ে তারা অত্যন্ত খুশি এবং পরিবারের সাথে ভালো সময় কাটাতে পেরেছেন তারা।
২০ ব্যাচের শিক্ষার্থী আব্দুল মতিন বলেন, ফেরার সময় এখনো কান্না পায়! আসার সময় মায়ের জমানো দুঃখ গুলো বেশি ভারী লাগে। প্রতিবারই মনে হয়, মা বাবাকে যদি সাথে নিয়ে আসতে পারতাম! আবার ফিরতে হচ্ছে, পড়াশোনায় ব্যস্ত সময় পার করতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ২০ ব্যাচের এক শিক্ষার্থী বলেন, করোনা কিংবা সেশন জট না থাকলে আমাদের এই ঈদে ক্যাম্পাস ফিরতে হতো না। আমরা এখন আর হাসিমুখে বাড়ি যেতে পারিনা, এলাকায় ঘুরতে পারিনা, হাসিমুখে বাড়ি থেকে বিদায় নিতে পারিনা। বিষণ্ণ ঈদ শেষে বিষণ্নতার শহরে ফিরলাম।
তবে টানা ছুটিতেও বাড়ি যান নি অনেক শিক্ষার্থীই। বিশেষ করে চাকরি প্রত্যাশী, অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীরা থেকে গেছেন দিনাজপুরেই।
এদিকে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ থাকায় ক্যাম্পাস অভ্যন্তরে টানা ছুটিতেও নিরাপত্তা জনিত কোনো সমস্যার সৃষ্টি হয় নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা। ২৫ দিনের এ ছুটিতে নিরাপত্তা জোরদারে তৎপর ছিল ১৭ সদস্যের ভিজিলেন্স টিম।
এ জাতীয় আরো খবর..