রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রসায়নের ভবিষ্যৎ–AI ও রসায়নের সংযোগ শের-ই-বাংলা মেডিকেল কলেজসহ দেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে বরিশালে আন্দোলনের ১৪তম অতিবাহিত বাকেরগঞ্জ  নিয়ামতি ও পার্দীশিবপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত তুহিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ খেলাফত মজলিসের বরিশালের ২১ আসনে প্রার্থী ঘোষণা বরিশালের কাজিরহাটে প্রতিপক্ষের উপর অতর্কিত হামলার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন বরিশালের মানব পাচার প্রতিরোধে মতবিনিময় সভা নোবিপ্রবি গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভিস নৈশভোজে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিতর্ক ফার্মাসিউটিক্যালস শিল্পে কোয়ালিটি কন্ট্রোল হাসপাতালে বাহিরের ল্যাবের স্টাফ ও দালাল দেখলের আটকের নির্দেশ

শের-ই-বাংলা মেডিকেল কলেজসহ দেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে বরিশালে আন্দোলনের ১৪তম অতিবাহিত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১ বার

শের-ই-বাংলা মেডিকেল কলেজসহ দেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে বরিশালে আন্দোলনের ১৪তম দিনের কর্মসূচি পালিত হয়েছে। আজ সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বরিশাল ব্লকেড কার্যক্রম চলমান থাকে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) অব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবার সংকট, চিকিৎসাসেবায় অবহেলা ও অবকাঠামোগত দুর্বলতার বিরুদ্ধে চলমান এই আন্দোলনে আজকের কর্মসূচির মধ্যে ছিল প্রতিবাদী গান, মানববন্ধন, স্লোগান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষের সংহতি জ্ঞাপন। নথুল্লাবাদ এলাকায় ব্যানার, স্লোগান ও লিফলেট বিতরণের মাধ্যমে আন্দোলনকারীরা দাবিগুলো তুলে ধরেন এবং সবাইকে এই যৌক্তিক আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান।

এ সময় অ্যাম্বুলেন্স ও জরুরি যানবাহনের চলাচল নিশ্চিত করা হয়। তবে অভিযোগ ওঠে যে ঢাকাগামী বাসমালিকপক্ষ ভাড়া বৃদ্ধি করেছে এবং শহরের রিকশা ও অটোরিকশাচালকেরা অতিরিক্ত ভাড়া নিচ্ছে। এ বিষয়ে আন্দোলনকারী সুলাইমা শিফা হুঁশিয়ারি দিয়ে বলেন—
“এমন প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের সেনাবাহিনীর হাতে সোপর্দ করা হবে।

আন্দোলনকারী রোহান জানান “আমরা দলবদ্ধভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছি এবং জরুরি সেবা যাতে বাধাগ্রস্ত না হয় তা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করছি।

তিনি সাময়িক ভোগান্তির জন্য দুঃখপ্রকাশও করেন।
এদিকে, সংশ্লিষ্ট মহল থেকে সামাজিক আন্দোলনের নেতা মহিউদ্দিন রনি-কে গোলটেবিল বৈঠকের প্রস্তাব দেওয়া হলে তিনি জনমতের ভিত্তিতে জানান, এখন এই আন্দোলনের ধারক-বাহক বরিশালের সর্বস্তরের ছাত্রজনতা।

তাদের দাবির ভিত্তিতে স্বাস্থ্য উপদেষ্টাকে স্বশরীরে বরিশাল এসে পরিস্থিতি বোঝার আহ্বান জানাচ্ছি। ছাত্রজনতা যদি মনে করে দাবিপূরণের আশ্বাস ও মন্ত্রণালয়ের দৃশ্যমান কার্যক্রমে তারা সন্তুষ্ট, তবেই এই ব্লকেড কর্মসূচি থামবে।

কর্মসূচি শেষে বাস চালক ও শ্রমিকদের একটি অংশ “জয় বাংলা” ও “জিয়ার সৈনিক” স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে মহিউদ্দিন রনির নেতৃত্বে শরবত পান করিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।

আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, আন্দোলন ও ব্লকেড কর্মসূচি অব্যাহত থাকবে। ১৪ দিনেও স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে কোনো যোগাযোগ না করায় জনমনে গভীর ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আগামী দিনে বরিশালসহ আশপাশের জেলাতেও পূর্ণাঙ্গ ব্লকেডের হুঁশিয়ারি দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com