বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকচাপায় কলেজছাত্রসহ দুই নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মীর্জাপুর এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- বগুড়া শেরপুর উপজেলার মীর্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে শেরপুর সামিট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র আদনান নাহিদ (১৯) ও কৃষ্ণপুর নামাবালা গ্রামের হৃদয় কুমারের ছেলে সম্পদ কুমার (২০)।
জানা যায়, আদনান ও সম্পদ মোটরসাইকেলযোগে শেরপুর শহর থেকে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৮টার দিকে মীর্জাপুর বাজারের কাছাকাছি পৌঁছালে ট্রাকের ধাক্কায় তারা মহাসড়কে পড়ে যান।
এ সময় পেছন থেকে ঢাকাগামী অন্য একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ার হাউস পরিদর্শক নাদির হোসেন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত কলেজছাত্রসহ দুইজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
পরে পরিবারের কাছে মরদেহ দুটি হন্তান্তর করা হয়েছে।