শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :

শেবামেকে হামলা : রনি-কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২ বার

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের মুখ্য সংগঠক মহিউদ্দিন রনি ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরপূর্বে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়ের চন্দ্র শীল বাদী হয়ে লিখিত অভিযোগটি দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, শেবামেক হাসপাতালে সুষ্ঠু কর্ম পরিবেশের দাবীতে ১৪ আগস্ট সকাল সাড়ে ১১ টায় হাসপাতালের মাঝের গেটের সামনে হাসপাতালে কর্মরত অধ্যক্ষ, পরিচালক, ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীগণ মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন।

এসময় মহিউদ্দিন রনি, রাকিন আহমেদ, সুনান ইসলাম, সিফাত হোসেন, শামিম, আল মুসা, সিফা ইসলাম, দাইয়ান, কাফি, এইচএম আবুল খায়ের, নুরুন নাহার, সিয়াম ওরফে নেয়া ভাইসহ অজ্ঞাতনামা ২৫/৩০ জন আসামি চাপাতি, লোহার এসএস পাইপ, হকিস্টিক, লাঠি-সোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে মানববন্ধনে অংশগ্রহনকারীদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী রফিকুল পাটোয়ারী, শামীম, হাসান, সাকিব, জাকারিয়া রুবেল, নুসরাত মন্ডল, অফিস সহায়ক মো. পারভেজ, ফয়সাল রাব্বি, আয়া সেলিনা আক্তার, লিফটম্যান শাকিল গুরুত্বর আহত হন।

এছাড়াও আসামিদের এলোপাথারী মারধরপ মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণকৃত মহিলা নার্স, মহিলা আয়াদের শ্লীলতাহানী ঘটে।

এ সময় পথচারী ও স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামিরা খুন জখমের হুমকি দিয়ে চলে যায়।

পরে আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়।

এ ব্যাপারে মহিউদ্দিন রনি বলেন, হাসপাতালের স্টাফরা আন্দোলনরত ছাত্র-জনতা ও অনশনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।

এখন উল্টো বিশেষ মহলের নির্দেশে আন্দোলনকে বানচাল করতে ছাত্র-জনতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ সবকিছু জেনেও অভিযোগের তদন্ত না করেই ওই বিশেষ মহলের নির্দেশে বৃহস্পতিবার রাতভর আন্দোলনকারী নেতাকর্মীদের গ্রেপ্তারের জন্য বাসায় বাসায় তল্লাশী চালিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com