মাদারীপুরের শিবচরের পাচ্চরে বঙ্গবন্ধু এক্সপ্রেস উপরেভা ঙ্গামুখী লেনে দাঁড় করা রাখা অবস্থাতে একটি ট্রাকের পিছনে পরপর দুটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচল বন্ধ থাকে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে পাচ্চর স্টানের এক্সপ্রেসওয়ের উপরে এ দুর্ঘটনা ঘটে।
এঘটনায় আহত হয়েছেন অন্তত চার জন। প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
তবে সকল সারে নয়টার দিকে এই সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ।
এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ওসি শাকিল আহমেদ, ‘ বলেন, সকালে বৃষ্টির মধ্যে পাচ্চর স্ট্যান্ডের কাছে হাইওয়ের উপরে বন্ধ করে রাখা একটি ফল বুঝাই ট্রাকের পিছনে ঢাকা থেকে আসা পরপর দুটি ট্রাকের রাখ ধাক্কা লাগে।
এ ঘটনায় কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়। তবে এখন যান চলাচল স্বাভাবিক আছে এ ঘটনায় কোন নিহত তথ্য নেই। প্রাথমিকভাবে আহতদেরও নাম ঠিকানা পাওয়া যায়নি।