শাহাবুদ্দিন খান এর কথা
সিবলু মোল্লা।
===============================================================
পাড়া মহল্লা অলিগলি,
স্বাস্থ্যবিধি মেনে।
প্রতিরোধেই প্রতিকার হবে,
নিতে হবে জেনে।
মসজিদ মন্দির গির্জা প্যাগোডায়,
ইমাম প্রহিত ফাদার পাদ্রী।
কে এড়াবে দায় বাঁচতে কে না চায়,
হতাশ দেখে মিত্যু পথের যাত্রী।
প্রতিটি দিন প্রতিটা ভোর,
দ্বিপ্রহর পরন্ত বিকেল বেলা।
বলেছিলে বাঙালী সোচ্চার হও,
করনা নিয়ে নয় হেলাফেলা।
সামনে আগাবো নাহি পিছু টান,
দেশপ্রেমিক হও বাঙালী করেছ আহব্বান।
হিংসা বিদ্বেষ অহমিকা তাড়িয়ে,
বাঁচাও দেশের মান।