র্যাব–১২, সিপিসি–১, কুষ্টিয়া ক্যাম্পের একটি দল কুষ্টিয়া জেলার সদর থানাধীন বড় আইলচারা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট–৭০০ (সাতশত) পিছ, যার মূল্য আনুমানিক ১,৭৫,০০০/- (একলক্ষ পঁচাত্তর হাজার) টাকাসহ ২ জন আটক করা হবেছে র্যাব।
আটককৃত হলেন, ইকরামুল হক (২০), মোঃ সাকিব আহমেদ (১৯), সবাই চিথলিয়া গ্রামের বাসিন্দা।পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত একটি মেইলের মাধ্যমে তথ্যটি নিশ্চি করা হয়।