র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৭১ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনের জন্য ব্যবহৃত ১টি ট্রাকসহ মাদক ব্যবসায়ী মোঃ ফারুক আহমেদ (২৬)কে গ্রেফতার করেন।
আজ শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে এ অভিযান করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আটককৃতর বিরুদ্ধে লালমনিরহাট জেলার আদিতমারী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ কতৃক প্রেরিত মেইলে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।