শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

রেজাল্ট দেখা হলোনা বরিশালের কাজী নাহিয়ানের

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৩ বার

সেই কাজী নাহিয়ান (১৬) এবারের এসএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৪.৭৮ (এ) পেয়েছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে নিজের ফলাফল দেখার আগেই দুনিয়ার মায়া ত্যাগ করেছেন কাজী নাহিয়ান।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে পরীক্ষার ফলাফল ঘোষণার পর মৃত নাহিয়ানের পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে কান্নার রোল পরে যায়।

মৃত নাহিয়ানের মামা সাংবাদিক কাজী রনি জানান, বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর ভিক্টোরীয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় কাজী নাহিয়ান বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে গত ২২ মে নাহিয়ান ৪১ দিনের তাবলিগ জামাতে বের হয়েছিলো।

সূত্রমতে, বরিশাল বিমানবন্দর থানাধীন পাংশা গ্রামের বাসিন্দা ওষুধ ব্যবসায়ী কাজী আব্দুল্লাহ আল-মাসুদের বড় ছেলে কাজী নাহিয়ান তার নানা গৌরনদীর টরকী বন্দরের ব্যবসায়ী কাজী মোস্তফা বাবুলের বন্দর সংলগ্ন বাসায় থেকে পড়াশুনা করতো।

জানা গেছে, ঘটনারদিন ২৫ মে তারা (নাহিয়ান) ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর পাতিলা ইউনিয়নের কাশেম মেম্বারের বাড়ির জামে মসজিদে ছিলেন। তাদের তাবলিগ জামাতে ২২ জন সাথী ছিলেন।

ওইদিন (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে তাবলিগ জামাতের সকল সাথীরা মিলে মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে যায়। নাহিয়ানের সাথে সকল সাথীরা গোসল শেষে মসজিদে ফিরে যায়। কিন্তু নাহিয়ান পুকুরে ঘাটলায় জামা কাপড় ধৌত করছিলো।

একপর্যায় সে পরে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর অন্যান্য সাথীরা স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে নাহিয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

3 thoughts on "রেজাল্ট দেখা হলোনা বরিশালের কাজী নাহিয়ানের"

  1. Oscar437 says:

    Unlock exclusive affiliate perks—register now! https://shorturl.fm/Tm7OJ

  2. Brendan2709 says:

    Boost your profits with our affiliate program—apply today! https://shorturl.fm/HJI2s

  3. Shawn2364 says:

    Become our partner and turn referrals into revenue—join now! https://shorturl.fm/yfXsI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com