১৩ই আগস্ট, বুধবার দুপুরে শের-ই-বাংলা মেডিকেল কলেজে মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চিকিৎসক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ নিয়ে মত বিনিময় করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তবে স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনের কেউ যোগদান করেননি।
পূর্বঘোষিত প্রেস কনফারেন্সে আন্দোলনের পথিকৃত মহিউদ্দিন রনি বলেন, মিটিংয়ে আমাদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না, এবং কোনো ধরনের সমঝোতা হয়নি।
তিনি চলমান বরিশাল ব্লকেডের পাশাপাশি নতুন করে গণঅনশন কর্মসূচির ঘোষণা দেন।
এদিকে রাত ৯ঃ৩০ টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ আগত কমিটির মাধ্যমে নির্দিষ্ট কোন বক্তব্য না থাকায় এবং বিষয়টি প্রশাসনের কাছে হস্তক্ষে করায় এর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আন্দোলনরত ছাত্র জনতা। ফলে এর প্রতিবাদে রাতে মশার মিছিল করে নগরীর একটি সড়ক প্রদক্ষিণ করেন আন্দোলনকারীরা।