ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, দেশের মানুষ বর্তমানে কঠিন একটা মুহূর্ত অতিক্রম করছে। হত্যা , খুন, গুম, ধর্ষণ ক্ষমতাসীনদের নিত্যদিনের ঘটনা।
তিনি আরো বলেন, রাজনৈতিক চরিত্রের অপরাধ প্রবণতা জাহিলী যুগকেও হার মানিয়েছে। যার ফলশ্রুতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করার সাহস পায়।
আজ ১লা মার্চ ঐতিহাসিক চরমোনাই বার্ষিক মাহফিলের তৃতীয় দিন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন তিনি।
পীরসাহেব চরমোনাই আরো বলেন, আওয়ামী ছাত্রলীগের ছেলেরা দেশকে লুটপাটের মহোৎসবে মেতে উঠেছে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই অবস্থায় এদেশকে মানুষের দেশ বলা যায় না। এটাকে পরিবর্তন করতে হবে। এ পরিবর্তনের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজীর সভাপতিত্বে গণজমায়েতে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাবেক সভাপতি জি এম রুহুল আমিন, এম হাসিবুল ইসলাম, নূরুল করীম আকরাম, শরিফুল ইসলাম রিয়াদ প্রমুখ।
আগামী ০২ মার্চ’২৪ শনিবার সকাল ৮.৩০টায় হযরত পীর সাহেব চরমোনাই’র আখেরি বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বিশাল এ মাহফিলের কার্যক্রম সমাপ্ত হবে।
মাহফিলে আসা মুসল্লীদের মধ্যে বুধবার দুইজন বার্ধক্যজনিত কারণে, বৃহস্পতিবার একজন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তন্মধ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখান নিবাসী মো. আজমত শেখ, পাবনা নিবাসী মো. নওসের এবং ঝালকাঠির রাজাপুর উপজেলার ক্বারী আব্দুল আউয়াল। জানাযা শেষে মাহফিল হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্সে স্বজনদের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়।