রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

রাজধানীর থেকে নিখোজ তিন বোন যশোরে বাবার কাছে সনাক্ত

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ১৭৬ বার

গত ১৮ নভেম্বর রাজধানীর আদাবর এলাকার একটি বাসা হতে ২ জন এসএসসি পরীক্ষার্থীসহ ৩ বোন রোকেয়া(১৮), জয়নব আরা(১৭) এবং খাদিজা আরা(১৬) নিখোঁজ হয়েছে।

 

এ বিষয়ে ভিকটিমদের খালা সাজেদা নওরীন ১৮ নভেম্বর রাতে আদাবর থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন। সাজেদা নওরীন ধারণা করেন, তার তিন ভাগ্নি টিকটকে আশক্ত ছিল বিধায় কারও প্ররোচণায় বাসা হতে বের হয়ে যেতে পারে।

 

বিষয়টি র‌্যাব-২ জানতে পারে এবং গণমাধ্যমেও ব্যাপক ভাবে প্রচারিত হয়।

তথ্য-প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব জানতে পারে, ভিকটিমদের অবস্থান যশোরে এবং বিষয়টি অনেক উদ্ধেগজনক হওয়ায় র‌্যাব-২এর তদন্ত কার্যক্রম সর্বোচ্চ পর্যয়ে বেগবান করা হয়।

 

অতি অল্প সময়ের মধ্যেই র‌্যাব-২ জানতে পারে ভিকটিমগন সকলেই তার পৈত্রিক নিবাস যশোর এ বাবার সাথে অবস্থান করছেন।

 

র‌্যাব-২ কর্তৃক ভিকটিমদের সাথে মোবাইলের মাধ্যমে সঙ্গে সঙ্গে আজ শুক্রবার সকাল ১১ টায় ভিডিও কল করে তাদের অবস্থানের বিষয়টি নিশ্চিত করা হয়।

 

তাদের নিয়ে নিকটাত্মীয়রা উদ্বিগ্ন থাকায় পরবর্তীতে র‍্যাব-২ ভিকটিমদের অতিদ্রুত নিকটস্থ কোতোয়ালি থানায় যোগাযোগ করতে বলে।

যেহেতু রাজধানীর আদাবর থানায় এ সংক্রান্ত সাধারণ ডায়েরি প্রেক্ষিতে, উক্ত নিখোঁজ ৩ বোন সংক্রান্ত তথ্যাদি ও তাদের বর্তমান অবস্থান ও এ সংক্রান্ত তথ্যাদি আজ দুপুর ২ টায় র‍্যাব-২ এর আইন কর্মকর্তার মাধ্যমে রাজধানীর আদাবর থানায় জানানো হয়।

উল্লেখ্য যে, ২০১৩ সালে ভিকটিমদের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর হতে ভিকটিমরা তার খালার সাথে বসবাস করছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com