শুধু রমজান নয়, বছরের বাকি সময়গুলোতেও নিয়মিত নামাজ, কুরআন পাঠ সহ ইবাদত বন্দেগিতে মসজিদ চর্চা করেন আবাসিক হলের শিক্ষার্থীরা।
জিয়া হল মসজিদটির ইমাম ও খতিব ক্বারী মওলানা মোঃ মোফাজ্জল হোসেন বলেন, ২০১৪ সাল থেকে এখানে আছি। শুধুমাত্র শিক্ষার্থীদের নিয়ে নামাজ পড়ার দৃশ্যটি আমাকে প্রচন্ড ভাবায়, আনন্দ দেয়। প্রথম থেকে শেষ কাতার পর্যন্ত সম্মিলিত ভাবে এতগুলো স্টুডেন্ট একসাথে নামাজ আদায় করার সৌন্দর্য উপেক্ষা করা যাবে না।
হলটির আবাসিক শিক্ষার্থী ফরিদ উদ্দিন বলেন,
নামাজের কাতারে যখন শুধু শিক্ষার্থীরাই দাঁড়িয়ে থাকি, তখন মনে হয় আমরা একে অপরের আত্মার আত্মীয়। জুমার দিন শত শত শিক্ষার্থীর একসাথে ইবাদতে অংশ নেওয়া আমাদের মাঝে সৃষ্টি করে ভ্রাতৃত্ব, শৃঙ্খলা আর আত্মিক বন্ধন। এই পরিবেশ আমাকে ধর্মীয় চর্চার পাশাপাশি একটি ইতিবাচক জীবনচর্চার অনুপ্রেরণা দেয়।