যশোরে করোনা চিকিৎসার কাজে নিয়োজিতদের ব্যবহারের জন্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। শনিবার বিবর্তন যশোর ও আশার আলো সাতক্ষীরার আয়োজনে এসব প্রদান করা হয়।
দুপুরে যশোর সদর হাসপাতাল সভাকক্ষে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান এই সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ হোসেন, বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপ্পল, সাধারণ সম্পাদক দীপংকর বিশ্বাস, আশার আলো সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার মানস বিশ্বাসসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ২৭ হাজার ৫০০ পিস সার্জিক্যাল মাস্ক, এক হাজার ৫০০ গ্লাভস, ৭২ পিস হ্যান্ডওয়াস, ৭২ পিস নাইজল ও ৪০ পিস স্যানিটাইজার।
এ জাতীয় আরো খবর..