করোনা সংক্রমন রোধে যশোরসহ সারাদেশে চলছে কঠোর বিধিনিষেধ। এর মধ্যেও কিছু মানুষ এলোমেলো ঘুরাফেরা করছে। যারা বিধিনিষেধ উপেক্ষা করে বাইরে অযথা ঘুরাফেরা করছেন, তাদেরকে সচেনতার পাশাপাশি অনেককে মামলা ও জরিমানা করছে প্রশাসন।
মঙ্গলবার (২৭ জুলাই) জেলায় ৫৫ মামলায় ২৯ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সায়েমুজ্জামান জানিয়েছেন, মঙ্গলবার জেলার বিভিন্ন উপজেলার প্রতিটি এলাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন ম্যাজিস্ট্রেটগণ। শহরের বিভিন্ন এলাকা ও উপজেলা মিলে একদিনে ১২ টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৫৫ মামলায় ২৯ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এর মধ্যে যশোর পৈার এলাকায় দশ মামলায় তিন হাজার ৩০০ টাকা, সদর উপজেলায় তিন মামলায় এক হাজার ৫০০ টাকা, শার্শায় ছয় মামলায় তিন হাজার ২০০ টাকা, চৌগাছায় চার মামলায় দুই হাজার ৫০০ টাকা, ঝিকরগাছায় তিন মামলায় এক হাজার ২০০ টাকা, মনিরামপুরে চার মামলায় দুই হাজার ৬০০ টাকা, কেশবপুরে ১৬ মামলায় নয় হাজার ৭০০ টাকা ও অভয়নগরে নয় মামলায় তিন হাজার ৩০০টাকা জরিমানা আদায় করা হয়েছে।