মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গৌরীপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগীসংগঠনের যৌথ কর্মসূচীসহ গৌরীপুর উপজেলা প্রশাসন আয়োজীত আলোচলা সভা, পুরস্কার বিতরন, সাংস্কৃতিক অনুষ্ঠান, কর্মসূচি সমূহের অংশ হিসেবে রাত ১২টা ১ মিনিটে পুষ্পমাল্য অর্পণ করেন।
প্রধান অতিথি গৌরীপুরের মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নাজিম উদ্দিন আহমেদ এমপি,সহ উপজেলা আওয়ামীলীগ পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের পুষ্পমাল্য অর্পণের পরপরই বাংলাদেশ প্রেসক্লাব গৌরীপুর উপজেলা শাখা ও রিপোর্টার্স ক্লাব গৌরীপুর এর পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন।
এ সময় উপস্থিতি ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব গৌরীপুর উপজেলা শাখা ও রিপোর্টার্স ক্লাব গৌরীপুর এর সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, বাংলাদেশ প্রেসক্লাব গৌরীপুর উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি লুৎফর রহমান খোকন, সহসভাপতি মোহাম্মদ সাইফুল আলম, ঝিন্টু দেবনাথ, আব্দুস সালাম, মো. মাসদ আলম ভূঞা প্রমূখ।
এ জাতীয় আরো খবর..