ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুত বাড়ছে মৌলভীবাজারের মনু,ধলাই,কুশিয়ারা,জুড়ি,কন্টিনালা ফানাইসহ নদ-নদীর পানি।
পাশাপাশি রয়েছে নদী ভাঙনের শঙ্কা। কিছু কিছু এলাকায় পানি প্রবেশ হওয়ায় দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। এরই মধ্যে বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি। সময়ের সাথে পানি বাড়তে থাকায় বন্যা আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন মানুষ। বন্যায় বাড়িঘরে পানি ঢুকলে দুর্ভোগ চরমে পৌঁছাবে বলে জানান স্থানীয়রা।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, ‘জেলার সবকটি নদীতে উজানে বৃষ্টি হওয়ায় নদীগুলো পানিতে টুই টুম্বর। বাড়ছে মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ি নদীর পানি। ভারী বৃষ্টি ও উজানের ঢলে তলিয়ে গেছে নিম্নাঞ্চল।
দেখা দিয়েছে নদী ভাঙনের শঙ্কা। আতঙ্কে রয়েছেন নদী পাড়ের মানুষ। মনু,ধলাই,কশিয়ারা,জুড়ি,কন্টিনালা ফানাইসহ নদীর অর্ধশতাদিক পয়েন্ট ঝুঁকিপূর্ণ রয়েছে। তবে বিপদ সীমার নীচে রয়েছে এখন পর্যন্ত। পানি আরও বাড়লে এই জেলায় স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।