সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

মৌলভীবাজারের ব্যবসায়ী নাজমুলকে কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামী বাবরসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ১১৬ বার

গত ৩১ অক্টোবর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসান (৩৬), মৌলভীবাজারকে’কে ব্যবসায়ী সমিতির অফিস থেকে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ধারালো দেশীয় অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে আহত করে এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

 

ওই ঘটনায় নিহত নাজমুল হাসান এর বড় ভাই শামসুল হক কমলগঞ্জ থানায় ১৪ জন আসামী এবং আরও ৫ জন অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১

 

উল্লেখ্য, ভিকটিম নাজমুল হাসানকে নৃশংসভাবে রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ধারালো দেশীয় অস্ত্র দিয়ে পৈশাচিক ও নৃশংসভাবে কোপানোর সিসিটিভি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপক সমালোচিত হয়।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর অভিযানে আজ ভোরে রাজধানীর যাত্রাবাড়ী ও মৌলভিবাজার হতে বর্ণিত নৃশংসভাবে হত্যার ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত বাবর মিয়া (২৮), রাসেল মিয়া (৩২), মাসুদ মিয়া (৪২), মোঃ মরদিছ মিয়া (৬৮), মৌলভীবাজারদের’কে গ্রেফতার করে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।

 

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, পারিবারিক এবং ব্যবসায়িক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ভিকটিম নাজমুল হাসানের সাথে একই এলাকার বাসিন্দা আব্দুল আহাদ নাইছ মিয়ার সন্তানদের সাথে দ্ব›দ্ব চলছিল। এরই এক পর্যায়ে ভিকটিম মৃত নাজমুল হাসান দলের হামলায় আব্দুল আহাদ নাইছ মিয়ার সন্তান জুয়েলের পা ভেঙ্গে যায় বলে জানা যায়।

 

গ্রেফতারকৃত বাবর ও রাসেল এবং মামলার আসামী তোফায়েল ও জুয়েল পরস্পর ভাই। এছাড়াও মামলার ১নং আসামী তোফাজ্জল এর শ্বশুর এর সাথে ভিকটিমের ব্যবসায়িক দ্ব›দ্ব ও মারামারি হয়। জানা যায়, ভিকটিম ও আসামীদের আসন্ন ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীতা নিয়ে প্রতিদন্ধিতা ছিল। পূর্বে ঝগড়ার কারনে এই হত্যাকান্ড সংঘটিত হয় বলে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে।

 

আরও জানায় যে, নিজ ভ্রাতার হামলার প্রতিশোধ নিতে চারভাই কর্তৃক ভিকটিমের প্রতিপক্ষদের যোগসাজশে এই নৃশংস হামলার পরিকল্পনা করা হয়। হত্যাকান্ডের মূল নেতৃত্বে থাকে তোফায়েল। গত ৩০ অক্টোবর হত্যাকান্ডের পূর্বের দিন হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী তোফায়েল মিয়া ও বাবর ঘটনাস্থল পর্যবেক্ষণ করে হত্যাকান্ডের পরিকল্পনা গ্রহণ করে।

 

হত্যাকান্ডের দিন আসামীরা মৌলভীবাজার সদর এর জগন্নাথপুরে একত্রিত হয়ে একটি ভাড়াকৃত মাইক্রোবাস যোগে চৈত্রঘাট বাজারের উদ্দেশ্যে গমন করে। এ সময় ভিকটিম নাজমুল হাসান চৈত্রঘাট বাজার থেকে বাসায় যাওয়ার পথে ঘটনাস্থলের সামনে হত্যাকারীরা মাইক্রোবাস থেকে নেমে রামদা, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিমকে এলোপাতাড়ি কুপিয়ে আহত অবস্থায় রাস্তায় ফেলে যায় মর্মে গ্রেফতারকৃতরা জানায়।

 

বাবর অন্য আসামীদের সাথে মাইক্রোবাস থেকে নেমে প্রকাশ্যে নৃশংসভাবে ভিকটিমের পুরো শরীরে দেশীয় অস্ত্রদ্বারা এলোপাতাড়ি কুপোতে থাকে এবং গ্রেফতারকৃত অপর দুই আসামী রাসেল ঘটনাস্থলে অস্ত্রসহ তদারকি ও মাসুদ ভিকটিমের হাঁটু থেকে পায়ের নীচের অংশে ধারালো দেশীয় অস্ত্রদ্বারা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বলে স্বীকার করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com