শুক্রবার, ০২ মে ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :

মে দিবসের অনুষ্ঠান শেষে ফেরার পথে শ্রমিকদল নেতা নিহত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১ বার

মহান মে দিবস উপলক্ষে জেলার উজিরপুর উপজেলা শ্রমিক দলের কর্মসূচিতে অংশগ্রহন শেষে বাড়ি ফেরার পথে হানিফ পরিবহনের চাঁপায় শ্রমিক দল নেতা মানিক গাজী (৬৫) নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (পহেলা মে) দুপুর দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সোনারবাংলা সাকুরা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়।

নিহত মানিক গাজী ওটরা গ্রামের বাসিন্দা এবং ওটরা ইউনিয়ন শ্রমিকদলের সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী (ঢাকা মেট্রো ব-১২-১৮৫৭) হানিফ পরিবহন বেপরোয়াগতিতে দূর্ঘটনাস্থল অতিক্রমকালে মহাসড়ক পারাপাররত মানিক গাজীকে চাঁপা দেয়।

স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় মানিক গাজীকে উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃতবলে ঘোষণা করেন।

সূত্রে আরও জানা গেছে, মহান মে দিবস উপলক্ষে মানিক গাজী উজিরপুর উপজেলা সদরে শ্রমিক দলের কর্মসূচিতে অংশগ্রহন করেন। এরপর তিনি বাড়ি ফেরার পথে হানিফ পরিবহনের চাঁপায় নিহত হন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম জানান, ঘটনার পর পরই স্থানীয়রা ঘাতক হানিফ পরিবহনটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com