বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের পদ ফিরে পাওয়ার দাবিতে দায়েরকৃত আদালতে মামলার বিষয়ে সংবাদ সম্মেলন করেছে ইসলামি আন্দোলনের নায়েবে আমীর মুফতি মোঃ ফয়জুল করীম।
সকালে বরিশাল প্রেস ক্লাবের হল রুমে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রামে যদি মেয়র পদ ফিরে পেতে পারে তাহলে বরিশালেও দেয়া উচিৎ।
কারণ দেশের সকল আইন সবার জন্য সমান। ২০২৩ সালের সিটি নির্বাচণে আওয়ামী সরকারের সমর্থিত নৌকার প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাদকে অবৈধ্য ভাবে ভোট চুরির মাধ্যমে নির্বাচন কমিশন ও সরকার মেয়র পদে বসায়। ওই সময় কেন্দ্র দখল থেকে শুরু করে এমন কোন কাজ নেই যে তারা করেনী।
তাই সেই ফ্যাসিস্ট সরকারের পতনের পর অবৈধ মেয়র পলায়নে বরিশালের মানুষের মনে স্বস্তি ফিওে এসেছে। একারণে আরো ২ সিটির নিয়ম অনুসাওে বরিশাল আদালতে হাতপাখা প্রতিকের প্রার্থীর নির্বাচনে বিজয়ীর আদেশের জন্য দায়েরকৃত মামলার সুসম নিয়ম ঘটবে এমনটাই আশা রেখে সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি।